বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ

বুধবারই বোর্ডের তরফে নতুন বার্ষিক চুক্তিক চালিকা প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। চুক্তির মধ্যে এসেছে একাধিক নতুন মুখ।

author-image
Manoj Kumar
New Update
Shreyas Iyer & Ishan Kishan

Shreyas Iyer & Ishan Kishan. (Image Source: X )

ইঙ্গিতটা বেশ কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড যে এতবড় একটা সিদ্ধান্ত নেবে তা হয়ত কেউই ভাবতে পারেননি। বুধবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বার্ষিক চুক্তি ঘোষণা করা হয়েছে। সেখান থেকেই বাদ পড়েথেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। আর তাতেই ভারতীয় ক্রিকেট মহল জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বিসিসিআই তাদের কী বার্তা দিতে চাইল তা নিয়েও উঠছে প্রশ্ন। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে একাধিক নতুন মুখ।

বেশ কয়েকদিন ধরেই ভারতীয় দলের সঙ্গে নেই শ্রেয়স আইয়ার। চোটের জন্য বাইরে রয়েছেন তিনি। একইসঙ্গে গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলার সময়ই ভারতীয় দল থকে নাম তুলে নিয়েছিলেন ঈশান কিষাণ। তারপর থেকেই এই দুই ক্রিকেটারকে আপ ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। সেই থেকেই তাদের দুজনকে নিয়ে নানান কথাবার্তা শোনাযাচ্ছিল। বারবার বার্তা দেওয়ার পরও ঘরোয়া ক্রিকেটেও খেলতে নামনেনি শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ।

বোর্ডের নতুন বার্ষিক চুক্তিতে একাধিক নতুন মুখ

রাহুল দ্রাবিড় সহ বোর্ডের তরফেও রঞ্জি ট্রফি খেরার বার্তা বারবার দেওয়া হয়েছিল। কিন্তু ঈশান কিষাণ কার্যত তা উপেক্ষা করেছিলেন। শ্রেয়স আইয়ারকেও সম্প্রতি রঞ্জি ট্রফির অন্যান্য ম্যাচে দেখা যায়নি। সেই নিয়ে নানান গুঞ্জন আরম্ভ হয়েছিল। অবশেষে ডিওয়াই পাটিল টি টোয়েন্টি প্রতিযেগিতাতে নেমেছিলেন ঈশান কিষাণ। যদিও সেখানেও বড়সড় কোনও পারফরফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এই দুই ক্রিকেটারকে নিয়ে ক্রমশই যে সহ্যের বাঁধ ভাঙতে শুরু করছিল তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। অবশেষে সেটাই হল। এবার বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ।

বোর্ডের তরফে জানানো হয়েছে, "শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে এই পর্বের বার্ষিক চুক্তির জন্য বিবেচনা করা হয়নি"।

তবে সেইসঙ্গেই একাধিক নতুন মুখ এবার বোর্ডের বার্ষিক চুক্তিতে জায়গা নিয়েছেন। মুকেশ কুমার, আকাশদীপ সিং, রিঙ্কু সিং থেকে যশস্বী জয়সওয়ালদের মতো তরুণ ক্রিকেটাররা সেই জায়গায় নিজেদের নাম তুলেছেন। এ+ ক্যাটাগরিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজাদের মতো তারকা ক্রিকেটাররা। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও বার্ষিক চুক্তিতে রয়েছেন ঋষভ পন্থও।

এ+ ক্যাটাগরি

রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা

এ ক্যাটাগরি

রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়া

গ্রেড বি

সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল

গ্রেড সি

রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিবম দূবে, রবি বিষ্ণোই, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, কেএস ভরত, প্রসিদ্ধ কৃষ্ণা, আভেশ খান, রজত পাতিদার

Sports News