পিচে দৌড়ানোর কারণে শাস্তির মুখে ভারতীয় শিবির, ইংল্যান্ডের খাতায় অতিরিক্ত ৫ রান।

যদিও এই রান ভারতের মোট রান থেকে কাটা হবে না। কিন্তু ইংল্যান্ড যখন ভারতের মাটিতে ব্যাট করতে নামবে, তখন স্কোরবোর্ডে ৫ রান নিয়েই নামবে। অর্থাৎ আরো ভালোভাবে বিষয়টি বললে, ভারত যে রানই করুক না কেন তার থেকে পাঁচ রান কম করলেও ইংল্যান্ড সেই রান ছুঁয়ে ফেলতে পারবে।

author-image
Manoj Kumar
New Update
Ashwin (Source: X).jpeg

Ashwin (Source: X).jpeg

পিচে দৌড়ানোর কারণে জরিমানা হলো ভারতের। ব্যাট হাতে নামার আগেই ৫ রান যুক্ত হলো ইংল্যান্ডের খাতায়। মূলত অশ্বিনকেই এক্ষেত্রে দায়ী করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শুক্রবার সকালে খেলার শুরুতেই রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের উইকেট তুলে নিতে সক্ষম হয় বেন স্টোকস বাহিনী। তার পরবর্তীতে ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন ও সদ্য অভিষেক হওয়া ধ্রুব জুরেল। তারা জুটি বানিয়ে দলকে টানতে শুরু করেন। কিন্তু তারপরেই আম্পায়ারের সিদ্ধান্তে এই বিপত্তি। পিছের ভুল জায়গা দিয়ে দৌড়ানোর খেসারত দিতে হলো রবিচন্দ্রন অশ্বিনকে। শুক্রবার রাজকোটের মাঠে রেহান আহমেদের ওভারে এই ঘটনাটি ঘটতে দেখা যায়। ইংরেজ স্পিনারের বল কভারের দিকে মেরে রান নিতে দৌড়োন তামিলনাড়ুর এই ক্রিকেটার। কিন্তু হঠাৎই তাকে নন-স্ট্রাইকারে দাঁড়িয়ে থাকা ধ্রুব জুরেল বিপদ বুঝে ফেরত পাঠিয়ে দেন। এইসময় খেয়াল না থাকার কারণে পিচের মাঝখান দিয়ে দৌড়ে নিজের উইকেটটি বাঁচান অশ্বিন। পরবর্তীতে তাঁকে কথা বলতে দেখা যায় আম্পায়ার জোয়েল উইলসনের সঙ্গে। সম্ভবত অশ্বিনকে বিষয়টি পরিষ্কার করেন আম্পায়ার। তারপরেই তিনি ৫ রান পেনাল্টির নির্দেশের সিদ্ধান্ত কার্যকরী করেন। অশ্বিনকে একেবারেই সেই ঘটনায় খুশি দেখায়নি। তিনি বারবার আম্পায়ারের সাথে গিয়ে বার্তালাপ করেন। বহুবার তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু অশ্বিনের কথায় আজকে কোনও কাজ হয়নি। আম্পায়ার নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন।

যদিও এই রান ভারতের মোট রান থেকে কাটা হবে না। কিন্তু ইংল্যান্ড যখন ভারতের মাটিতে ব্যাট করতে নামবে, তখন স্কোরবোর্ডে ৫ রান নিয়েই নামবে। অর্থাৎ আরো ভালোভাবে বিষয়টি বললে, ভারত যে রানই করুক না কেন তার থেকে পাঁচ রান কম করলেও ইংল্যান্ড সেই রান ছুঁয়ে ফেলতে পারবে।

রাজকোটে এখনো চলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট। প্রথম দিনের রোহিত শর্মার অনবদ্য ব্যাটিংয়ে ভারত ৩২৬ রান তুলে নেয় ৫ উইকেট হারিয়ে। রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা দুজনেই এদিন শতরান সম্পূর্ণ করেছিলেন। সদ্য অভিষেক হওয়া সরফরাজ খান নিজের জীবনের প্রথম টেস্ট ইনিংসে ৬২ রান করে বুঝিয়ে দেন মিডল অর্ডারে ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসা হতে পারেন তিনি। যদিও তার উইকেট নিয়ে আফসোস যাচ্ছে না ভারতীয় শিবিরের। মূলত জাদেজার কলেই রান নিতে গিয়ে নিজের উইকেটটি হারান তিনি। বড়ো রানের লক্ষ্যেই স্থির ছিলেন অধুনা বোম্বের এই যুবক। 

 

Sports News