‘আমি একটি ভয়ানক ভুল করেছি। যে তথ্য আমি দিয়েছি তা মোটেও সত্য ছিল না।' - বিরাট কোহলি প্রসঙ্গে বিবৃতি দিলেন কিংবদন্তী প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

দ্বিতীয় সন্তান প্রসঙ্গে ভুল তথ্যের কারণে দুঃখ প্রকাশ এবি ডি ভিলিয়ার্সের।

author-image
Manoj Kumar
New Update
Virat and Villiers

Virat and Villiers

স্বল্প কিছুদিনের ব্যবধানে দ্বিতীয়বার বিরাট কোহলিকে নিয়ে বিবৃতি দিলেন কিংবদন্তী প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তিনি তাঁর বিবৃতি নিয়ে দুঃখ প্রকাশ করলেন।

এই মুহূর্তে দেশের সবথেকে বড়ো তারকা দম্পতির মধ্যে অন্যতম হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ক্রিকেট ম্যাচে বিরাট মাঠে থাকলে ক্যামেরার ফোকাস থাকে তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার উপর। ১১ই ডিসেম্বর, ২০১৭ সালে বলিউড অভিনেত্রীর সাথে সাত পাকে বাঁধা পড়েন তৎকালীন ভারতীয় অধিনায়ক। ২০২১ সালে তাঁদের কোলে আসে প্রথম কন্যা সন্তান, ভামিকা।

কিন্তু বর্তমানে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম দুটি টেস্টে অনুপস্থিত ছিলেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই ক্রিকেট মহলে তাঁর এহেন সিদ্ধান্তের পিছনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। প্রাক্তন ভারতীয় অধিনায়ক, ভারতীয় ক্রিকেট বোর্ডকে স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে তিনি ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। সেইসময় দাঁড়িয়ে বিরাট কোহলির অন্যতম বন্ধু তথা কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের বিবৃতি আবার নতুন করে জল্পনা উস্কে দেয়। তিনি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লাইভ সেশনে দাবি করেছিলেন যে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ক্রিকেটার তার দ্বিতীয় সন্তানের জন্মের প্রত্যাশা করছেন। তিনি আরও বলেন, ‘ তিনি যেহেতু দ্বিতীয় সন্তানের পথে স্বাভাবিকভাবেই এটি তার পারিবারিক সময়। আমরা তাকে মিস করলেও সে এই মুহূর্তে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়বার পিতা হওয়ার জন্য তার জন্য শুভকামনার পাশাপাশি অনুষ্কাকেও শুভেচ্ছা।’

যদিও এই খবর ফাঁস করার পরবর্তী সময় এবি ডি ভিলিয়ার্স সোশ্যাল মিডিয়ায় ট্রোলের কবলে পড়েন।

তাই বর্তমানে এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোহলির প্রাক্তন আইপিএল সতীর্থ নতুন করে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্টতই জানিয়েছেন, ‘আমি একটি ভয়ানক ভুল করেছি। যে তথ্য আমি দিয়েছি তা মোটেও সত্য ছিল না। বিরাট কোহলির সাথে কী ঘটছে, তা এইমুহূর্তে কেউ জানে না।’ তিনি এই প্রসঙ্গে আরও যোগ করেন, ‘আমি শুধুমাত্র ওদের মঙ্গল কামনা করতে পারি। পাশাপাশি গোটা বিশ্বের সমগ্র ক্রিকেটপ্রেমী জনতা, যারা বিরাট কোহলি কে ভালোবাসে তারা তাঁর জন্য শুভকামনা করতে পারে। এই বিরতির কারণ যাই হোক না কেন, আমি সত্যিই হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করি তিনি আরও শক্তিশালী হয়ে কামব্যাক করবেন। কোহলি আরও স্বতঃস্ফূর্তভাবে গোটা বিশ্বের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে মাঠে ফিরবে।’ 

 

Sports News