বিশ্বকাপের পর ডিওয়াই প্যাটেল টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন হার্দিক পান্ডিয়া

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বল করার সময় গোড়ালিতে চোট পান হার্দিক পান্ডিয়া। তারপরে টুর্নামেন্টের মাঝপথেই দল থেকে ছিটকে যান তিনি। এই টুর্নামেন্টের পরে আবার প্রথমবারের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরতে দেখা যাবে তাঁকে। নভি মুম্বাইতে ডিওয়াই প্যাটেল টি-টোয়েন্টি কাপে রিলায়েন্স ওয়ান দলের হয়ে খেলছেন তিনি।

author-image
Manoj Kumar
New Update
Hardik Pandiya (Source: X)

Hardik Pandiya (Source: X)

হার্দিক পান্ডিয়া ডিওয়াই প্যাটেল টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন। তাঁর পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব এবং শ্রেয়স আইয়ারও।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বল করার সময় গোড়ালিতে চোট পান হার্দিক পান্ডিয়া। তারপরে টুর্নামেন্টের মাঝপথেই দল থেকে ছিটকে যান তিনি। এই টুর্নামেন্টের পরে আবার প্রথমবারের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরতে দেখা যাবে তাঁকে। নভি মুম্বাইতে ডিওয়াই প্যাটেল টি-টোয়েন্টি কাপে রিলায়েন্স ওয়ান দলের হয়ে খেলছেন তিনি। সোমবার বোলিং শুরু করে তিন ওভারে ২ উইকেট তুলে নেন এই অল-রাউন্ডার। এই তিন ওভারে তিনি মাত্র ২২ রান খরচা করেন। এরপর তিনি ১০ নম্বরে ব্যাট করতে নামেন। পীযুষ চাওলার সাথে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে রান তাড়া করেন এই ক্রিকেটার। পান্ডিয়া শেষ অবধি চার বলে ৩ রান করে অপরাজিত থাকেন। রিলায়েন্স ওয়ান এই ম্যাচে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডকে দুই উইকেটে পরাজিত করেন।

পান্ডিয়া গত দুমাস ধরে নিজের ফিটনেসের উপর চূড়ান্তভাবে কাজ করেছেন। তাঁর রিহ্যাব সম্পূর্ণ হওয়ার পরে, পান্ডিয়া বরোদায় পুনরায় প্রশিক্ষণ শুরু করেন। এনসিএ দ্বারা আয়োজিত তিন ম্যাচের প্র্যাকটিস টি-টোয়েন্টি সিরিজে তিনি ঋষভ পন্থের সাথে অনুশীলন করেছিলেন। তিনি সেই ম্যাচগুলিতে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করেছিলেন।

আগামী ২২শে মার্চ শুরু হতে চলেছে ইন্ডিয়ান টি-টোয়েন্টি লিগের প্রাক মরসুম প্রশিক্ষণ শিবির। সেখানে তাঁর পুরোনো দল মুম্বাইয়ে ঢোকার আগে পান্ডিয়া চূড়ান্ত ফিটনেস মূল্যায়নের জন্য মার্চের শুরুতে এনসিএতে ফিরে যাবেন।

প্রসঙ্গত মুম্বাইয়ের অধিনায়কত্ব থেকে রোহিতকে সরিয়ে হার্দিককে সেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং মনে করা হয়েছিল ইন্ডিয়ান টি২০ লীগের ইতিহাসে হার্দিকের প্রত্যাবর্তনটি সবচেয়ে বড় বাণিজ্যিক ডিল হতে চলেছে।

অন্যদিকে চোটের কারণে বাইরে ছিলেন সূর্যকুমার যাদবও। গত জানুয়ারিতে স্পোর্টস হার্নিয়ার কারণে জার্মানিতে তাঁর অস্ত্রোপচার হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের রঞ্জি ট্রফিতে অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাঁদের বহুবার লাল বলের ক্রিকেটকে গুরুত্ব দিতে বলা হয়েছে। ঈশান কিষাণ সর্বশেষ ডিসেম্বরে ভারতের হয়ে খেলেছিলেন। তাঁর পরবর্তী সময়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড থেকে তিনি বেরিয়ে যান। পিঠের চোটের কারণে বারবার সমস্যায় পড়ছেন শ্রেয়স আইয়ারও। যদিও ফিটনেস চূড়ান্ত করে ভারতীয় টি-টোয়েন্টি লিগে কলকাতার অধিনায়ক হয়ে প্রত্যাবর্তন ঘটবে এই তারকার।

Sports News