ইন্ডিয়ান টি-টোয়েন্টি লিগে পারফরমেন্সের ভিত্তিতে বিশ্বকাপে নিজের জায়গা পাকা করতে পারেন ক্যামেরন গ্রীন। তবে এই গোটা মাস জুড়েই লাল বলের ক্রিকেটে মনোযোগ দিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে দেখা যাবে না এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। জুন টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়া দলের চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চলেছে ইন্ডিয়ান টি-টোয়েন্টি লিগ।
তিনি লাল বলের প্রস্তুতিকে যেহেতু অগ্রাধিকার দিয়েছেন, তাই স্বাভাবিকভাবেই পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজে অনুপস্থিত থাকবেন ক্যামেরন গ্রীন। তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া জন্য আগামী সপ্তাহে তাসমানিয়ার বিরুদ্ধে শেফিল্ড শিল্ডে অংশ নেবেন।
তবে আগামী মার্চে শেষের দিকে তিনি ইন্ডিয়ান টি-টোয়েন্টি লিগে ফিরে আসতে চলেছেন। যেখানে গতবার মুম্বাইয়ের হয়ে খেললেও এ বছর তিনি ব্যাঙ্গালোরের হয়ে পারফর্ম করবেন। তবে সেই প্রতিযোগিতায় পারফরমেন্সের দিকে নির্বাচকরা নজর রাখবেন বলেই মনে করা হচ্ছে। সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে তাঁর দলে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক জর্জ বেইলিকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সরাসরি তিনি বলেন, ‘আমরা জানি সে ইন্ডিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবে। আমরা বিভিন্ন ফরম্যাটের প্লেয়ারদের সঙ্গে আলাদা আলাদা ভাবে আলোচনা করি। তার পছন্দকে সবসময় অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি। অস্ট্রেলিয়া দলের ১৫ জনের তালিকা তৈরী হতে এখনো অনেক দেরি।’ ২০২২ সালে গত বিশ্বকাপে খেলার সময় তিনি ভারতের বিরুদ্ধে দ্রুত গতির দুটি অর্ধ শতরান সম্পূর্ণ করেন। পরবর্তীতে জস ইঙ্গলিস চোটের কবলে পড়লে তিনি তাঁর জায়গায় দলে আসেন। যদিও তিনি গোটা টুর্নামেন্টে একবারই মাত্র খেলেছিলেন, আফগানিস্তানের বিপক্ষে। পরবর্তীতে টেস্ট এবং ওয়ানডেকে তিনি প্রাধান্য দিতে শুরু করেন। সেক্ষেত্রে অনুষ্ঠিত হওয়া ৮টি টি-টোয়েন্টির কোনটিতেই সেই ভাবে অংশ নিতে পারেননি তিনি।
বর্তমানে ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পরবর্তী সময় টেস্ট দলে ৪নম্বরে নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেক্ষেত্রে একটি নতুন সুযোগ পাবেন বলেও মনে করা হচ্ছে। যদিও বেইলি মনে করছেন, ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ক্যামেরন গ্রিনের দক্ষতা অনবদ্য। তাই তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী যে গোটা ইন্ডিয়ান টি২০ লীগ জুড়েই ক্যামেরন গ্রিন ভালো পারফর্ম করবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় নির্বাচকের আশা কতটা পূরণ করতে পারেন গ্রীন সেটাই এবার দেখার।