ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে নেমেছে অস্ট্রেলিয়া। সেখানেই বিধ্বংসী ফর্মে গ্লেন ম্যাক্সওয়েল। অ্যাডিলেডে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের রানের ঝড় দেখল গোটা বিশ্ব। সেইসঙ্গেই রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক টি টোয়েন্টির মঞ্চে সর্বোচ্চ সেঞ্চুরীর মালিক হলেন তিনি। রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবেই সেই রেকর্ড গড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর একটি সেঞ্চুরী করতে পারলেই রোহিত শর্মাকে টপকে হাফ ডজন সেঞ্চুরীর মালিক হবেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল।
এবারের ওডিআই বিশ্বকাপ থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগদড় ছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারা টি টোয়েন্টি ফর্ম্যাটেও অব্যহত রেখেছেন এই তারকা অজি ক্রিকেটার। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে গ্লেন ম্যাক্সওয়েলের এই পারফরম্যান্স যে অস্ট্রেলিয়া শিবিরকে বেশ খানিকটা স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় টি টোয়েন্টিতে তাঁর এই ঝোরো পারফরম্যান্সই যে অস্ট্রেলিয়াকে জয়ের রাস্তায় এগিয়ে দিয়েছে তা বলাই বাহুল্য।
গোটা ইনিংসে ১২টি চার ও ৮টি ছয় মেরেছেন গ্লেন ম্যাক্সওয়েল
এতদিন পর্যন্ত টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরীর মালিক ছিলেন রোহিত শর্মা। রবিবার বিকেলে সেই বিশ্ব রেকর্ডই স্পর্শ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে তাঁঁকে আউট করার কোনও সামর্থ্যই ছিল না ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কাছে। সেখানেই সময় যত এগিয়েছিল ততই এদিন ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ব্যাট থেকে এদিন সুধুই ছিল ছয় ও চারের বন্যা। সেইসঙ্গেই রোহিত শর্মার বিশ্ব রেকর্ড ছুঁয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদিন গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৫৫ বলে ১২০ রানের ইনিংস খেলেছেন। সেখানেই তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ১২টি চার ও ৮টি ছয় দিয়ে। এই পারফরম্যান্স যে অস্ট্রেলিয়া শিবিরের কাছে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে সেটা বলাই বাহুল্য। রোহিত শর্মার থেকে অনেকগুলো ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। সেইসঙ্গে শেষ তিনটি টি টোয়েন্টির মধ্যে এটি তাঁর দ্বিতীয় টি টোয়েন্টি সেঞ্চুরী।
সামনেই রয়েছে আইপিএল। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামবে প্রতিটি দল। সেখানেও যদি গ্লেন ম্যাক্সওয়েল এমন পারফরম্যান্স দেখাতে পারেন, তবে অস্ট্রেলিয়া যে ফের একটা বিশ্বকাপ জয়ের দাবীদার হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।