শুভমান গিল ও ধ্রুব জুরেলের দাপটে ইংল্যান্ডকে হেলায় হারালো ভারতীয় দল। ৫ উইকেট হারিয়েও রাঁচিতে চতুর্থ টেস্টে নিজেদের আধিপত্য বজায় রাখলো ব্লু ব্রিগেড।
দিনের শুরুটা ভালোই হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বে। যশস্বী জয়সওয়ালের সাথে বড়ো রানের লক্ষ্যে ঝাঁপায় হিটম্যান। পরবর্তীতে যশস্বীর উইকেটে ছন্দ কাটলেও ঠিক সময়ে হালটি ধরেন হিটম্যান। নিজের অর্ধ শতরান সম্পূর্ণ করতে বিশেষ বেগ পেতে হয়নি ভারতীয় অধিনায়ককে।
রাঁচির আবহাওয়ার সঙ্গে বাংলার আবহাওয়ার খুব একটা এইমুহূর্তে পার্থক্য নেই। গরম, শীত, রোদ, বৃষ্টির যেমন কোনও নিশ্চয়তা নেই ঠিক তেমনই রাঁচীর পিচ কখন কেমন হবে তারও কোনও ঠিক নেই। প্রতি দিন নয়, প্রতিটি সেশনে বদলে গেল পিচের চরিত্র। কখনও এত অসমান বাউন্স হল যে ব্যাটসম্যানরা বুঝতেই পারলেন না কী করবেন। কখনো আবার বাড়তি সুবিধা পেয়ে গেলেন বোলাররা। কখনো যথেষ্ট সাবলীল ব্যাটিং করতে দেখা গেছে দুটি দলকে। পিচের মতো প্রতি দিন খেলার ছবিটাও বদলাল। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন রোহিত শর্মারা। সাড়ে তিন দিনের লড়াই শেষে ব্রিটিশ বধ করে এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ জিতে নিল ভারতীয় দল।
এই ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে ভারতের জয়ের নায়ক আগের টেস্টে সদ্য অভিষেক হওয়া ধ্রুব জুরেল।
যদিও এই ম্যাচে বোলিং বিক্রম দেখা গেছে দুই শিবিরেই। দুই ইনিংস মিলিয়ে রবিচন্দ্রন অশ্বিন ছয় ও রবীন্দ্র জাদেজা পাঁচ উইকেট নিয়েছেন। চার উইকেট নিয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদবও। অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে যশস্বী জয়সওয়ালের খাতাতেও ১১০ রান। তবু ধ্রুব জুরেলের ইনিংস না থাকলে এই ম্যাচ জয়ের কথা ভাবতেই পারতো না ভারতীয় শিবির। প্রথম ইনিংসে ১৭৭ রানের ৭ উইকেট পতনের পরেও ভারতের ঘুরে দাঁড়ানোর কান্ডারী ধ্রুব। ক্রিজের একদিকে টিকে থেকে নিচের শাড়ির ব্যাটারদের সঙ্গে শেষ তিন উইকেটে আরো ১৩২ রান যোগ করেছিলেন তিনি। যখন পরপর দু'বলে রবীন্দ্র যাতে যাও সারফরাজ খানের উইকেট হারিয়ে কিছুটা চাপে ভারত, তখন নিজের সাবলীল খেলাটা খেলে ভারতকে ম্যাচে টিকিয়ে রাখেন ধ্রুব। শুভমন গিলের সাথে জুটি বানিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিলেন ও দলকে বুঝিয়ে দিলেন ঋষভ পন্থ অনুপস্থিত টেস্ট দলে তিনিই দস্তানার যোগ্য দাবিদার।
অন্যদিকে বহুবার লড়াইয়ে ফেরার চেষ্টা করেছে ইংল্যান্ড। শোয়েব বশিরকে পাঠিয়ে মাঝখানে উইকেট তুলে নিতেও সক্ষম হয় বেন স্টোকস। বোলাররা সব রকম চেষ্টা করেও দুই ব্যাটারকে শেষ পর্যন্ত ফেরাতে ব্যর্থ হন। একটা সময় পর ভারতের জয়ের চিত্রটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। শুভমন গিল ৫২ রানে অপরাজিত থাকেন, অন্যদিকে তাঁর সঙ্গে মাঠে টিকে থাকেন ৩৯রানে অপরাজিত ধ্রুব জুরেল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ধর্মশালা টেস্ট যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে ইংল্যান্ড দলের কাছে।
টুইটারে (বর্তমানে X) নিজের মন্তব্য জানিয়েছেন বহু নেটিজেন।
YES!!! 🇮🇳
— Virat Kohli (@imVkohli) February 26, 2024
Phenomenal series win by our young team. Showed grit, determination and resilience.@BCCI
To win a Test series in the 4th Test after being down 0-1 is an incredible achievement by Rohit and his young team in the absence of Kohli, KL, Shami and Bumrah. Loved how the likes of Jurel, Jaiswal, Sarfraz, Akash stepped up at different points whenever their skipper needed… pic.twitter.com/3qQa0IvPVM
— Mohammad Kaif (@MohammadKaif) February 26, 2024
Always admired Rohit Sharma’s captaincy. Overcoming the absence of Virat Kohli and Jasprit Bumrah, turning the tide after trailing in the first innings, and clinching the series victory underscore his exceptional leadership and the team’s resilience. #INDvsENG
— Irfan Pathan (@IrfanPathan) February 26, 2024
Team India what a show 3-1 Top win How good this series has been for young talents like Yashasvi Jaiswal, Sarfraz,Shubman, Jurel winning the series and hearts . Congratulations Team India @BCCI #INDvsENG
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 26, 2024
Super display and a massive win! Congratulations to the entire team and staff 🏏🇮🇳 pic.twitter.com/eGp37DKRyQ
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) February 26, 2024