বিরাট কোহলির অনুপস্থিতি নিয়ে তির্যক মন্তব্য সানির

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি বিরাট কোহলি। প্রথমে দুটি টেস্টে অনুপস্থিত থাকার কথা ছিল তাঁর। পরবর্তীতে পুরোপুরি ভাবেই এই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট। লন্ডনে তাঁর ও অনুষ্কার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। সেই কারণেই দলের সঙ্গে দূরত্ব রেখে চলছিলেন কোহলি। এমন অবস্থায় দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে বিরাটকে কথা শোনাতে ছাড়লেন না সুনীল গাভাস্কার।

author-image
Manoj Kumar
New Update
sunil-gavaskar (Source: X)

sunil-gavaskar (Source: X)

বিরাট কোহলিকে কটাক্ষ গাভাস্কারের। ভারত সিরিজ জিততেও কোহলির অনুপস্থিতি নিয়ে মন্তব্য কিংবদন্তী ক্রিকেটারের।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি বিরাট কোহলি। প্রথমে দুটি টেস্টে অনুপস্থিত থাকার কথা ছিল তাঁর। পরবর্তীতে পুরোপুরি ভাবেই এই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট। লন্ডনে তাঁর ও অনুষ্কার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। সেই কারণেই দলের সঙ্গে দূরত্ব রেখে চলছিলেন কোহলি। এমন অবস্থায় দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে বিরাটকে কথা শোনাতে ছাড়লেন না সুনীল গাভাস্কার।

ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলিকে রেখেই দল ঘোষণা করা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। কিন্তু প্রথম টেস্টের আগে তিনি জানিয়ে দেন যে তিনি পরপর দুটি টেস্টে অনুপস্থিত থাকবেন। পরবর্তীতে গোটা সিরিজ থেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেন বিরাট। আইপিএল খেলবেন কিনা তাও এখনো স্পষ্ট করেননি কিং কোহলি। এমন অবস্থায় দাঁড়িয়ে কিংবদন্তী সুনীল গাভাস্কার বলেন, ‘বিরাট কী আদৌ আর খেলবে? কিছু একটা কারণে ও খেলছে না। হয়তো আইপিএলও খেলবে না ও।’ যদিও বিরাট কোহলি আইপিএল খেলবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু জানাননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের টেস্ট না খেলার সিদ্ধান্ত যে, গাভাস্কার একেবারেই ভালো চোখে নেননি তা বুঝিয়ে দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক।

বিরাটকে গোটা সিরিজটিতেই পায়নি ভারত। সিরিজ জুড়ে নেই মহম্মদ শামিও। চোটের কারণে বাদ পড়েছেন লোকেশ রাহুলও। ফর্মে না থাকার কারণে দলে নেই শ্রেয়াস আইয়ারও। এমতাবস্তায় যশপ্রীত বুমরাহর পাশাপাশি মহম্মদ সিরাজকেও টানা ম্যাচের ক্লান্তির কারণে বিশ্রাম দেওয়া হয়েছিল। এরপরেও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে ভারত। গাভাস্কার এখানে বিরাট কোহলিকে খোঁচা দিয়ে বলেন, ‘ এতগুলি বড় নাম না থাকার পরও সিরিজ জয় সত্যিই অবিশ্বাস্য।’

বিরাটের প্রথম সন্তানের জন্ম হয় ২০২১ সালে। সেই সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে এসেছিলেন বিরাট। প্রথম টেস্টে অ্যাডিলেডে ৩৬ রানে শেষ হয়ে গিয়েছিল দলের ইনিংস। এমন অবস্থায় দলকে ফেলে বিরাটের ফিরে আসা ভালোভাবে নেননি সুনীল গাভাস্কার। তখনো বলেছিলেন, তার ছেলে রোহনের জন্মের সময় ক্রিকেট থেকে কোন ছুটি নেননি তিনি। যদিও তৎকালীন ভারত অধিনায়ক সেই সবে একদমই কান দেননি। ভারতে সেই সিরিজ জিতে নিয়েছিল অজিঙ্কা রাহানের নেতৃত্বে। এবারও বিরাট কোহলিকে ছাড়াই ইংল্যান্ডকে পরাজিত করল ভারত।

 

Sports News