রেহান আহমেদকে ছাড়াই রাঁচিতে খেলতে নামলো ইংল্যান্ড শিবির

রাঁচি টেস্ট শুরুর দিনেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে। দেশে ফিরে যেতে হচ্ছে দলের অন্যতম স্পিনার রেহান আহমেদকে। শোনা যাচ্ছে, ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্টেও বেন স্টোকসরা পাবেননা এই স্পিনারকে।

author-image
Manoj Kumar
New Update
Rehan Ahmed (Source: X)

Rehan Ahmed (Source: X)

রাঁচি টেস্ট শুরুর দিনেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে। দেশে ফিরে যেতে হচ্ছে দলের অন্যতম স্পিনার রেহান আহমেদকে। শোনা যাচ্ছে, ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্টেও বেন স্টোকসরা পাবেননা এই স্পিনারকে। মূলত ব্যক্তিগত কারণ দেখেই দল থেকে অব্যাহতি চেয়েছেন রেহান। শুক্রবার বিকালে লন্ডনের বিমানে পাড়ি দিচ্ছেন এই তরুণ ক্রিকেটার।

ভারতের পিচে স্পিনাররা যথেষ্ট সাহায্য পান। উপমহাদেশীয় দেশগুলিতে ঘূর্ণি পিচ দিয়ে চক্রব্যূহ রচনা করেন খেলোয়াড়রা। যাতে বিপাকে পড়েন ব্যাটসম্যান। তাই অধিনায়ক বেন স্টোকস মনে করেছিলেন ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড শিবিরের জন্য রেহান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। স্বাভাবিকভাবেই তরুণ লেগ স্পিনারের অভাব অনুভব করবেন স্টোকসরা। বিশেষত দিনের শুরুতেই যেভাবে ইংল্যান্ড শিবির ৫ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রেহানের না থাকাটা ইংল্যান্ডকে কিছুটা ভোগাতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাকি সিরিজেই তরুণ লেগ স্পিনারের অভাব অনুভব করবেন ম্যাকালামের দল।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ ব্যক্তিগত প্রয়োজনে রেহান আহমেদকে দেশে ফিরতে হচ্ছে। রেহান হয়তো আর এই মুহূর্তে ভারতে ফিরবে না।’

এছাড়াও রেহানের পরিবর্ত হিসাবে কাউকে ভারতে পাঠানোর পরিকল্পনা নেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। স্বাভাবিকভাবেই ঘোষিত স্কোয়াড থেকেই কোনো বিকল্প বেছে নেবেন ম্যাকালাম, এমনটাই মনে করা হয়েছিল।

এদিন রেহান না থাকায়, চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন শোয়েব বশির। বৃহস্পতিবার বেন স্টোকসরা প্রথম একাদশ চূড়ান্ত করার পরবর্তী সময় পারিবারিক সমস্যার কথা জানতে পারেন রেহান আহমেদ। তারপর দলের কিউই কোচ ব্র্যান্ডন ম্যাকালামের অনুমতি নিয়েই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেহান। ফলে চূড়ান্ত হয়ে যাওয়ার পরও প্রথম একাদশ পরিবর্তন করতে হয়েছে ইংল্যান্ডকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ দুটি টেস্টের জন্য ইংল্যান্ডের ১৪ জন ক্রিকেটার থাকছেন ভারতে।

দ্বিতীয় টেস্টের পরবর্তী সময়ে বেশ কিছুদিন প্রস্তুতির জন্য আবুধাবি চলে গিয়েছিল ইংল্যান্ড শিবির। সেখানে গিয়েও সমস্যার মুখে পড়েন রেহান আহমেদ। পাকিস্তানী বংশোদ্ভুত এই তরুণ তারকা ভারতে ফেরার সময় ভিসা সমস্যায় আটকে পড়েন। প্রয়োজনীয় কাগজ ঠিক না থাকায় বিমানবন্দরেই আটকে দেওয়া হয় তাকে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে পরবর্তীতে খুব সহজেই সেই সমস্যা দ্রুত মিটে যায়। তারপর রাজকোট টেস্টে অংশও নেন রেহান আহমেদ। 





Sports News