শোনা যাচ্ছে প্রতিটি টেস্টে আলাদা কৌশল অবলম্বন করেছে ভারতীয় দল। প্রথম টেস্টটি ইংল্যান্ডের কাছে হারে তারা। তারপরেই টিম ম্যানেজমেন্টের এহেন সিদ্ধান্ত। হায়দ্রাবাদে সিরিজের প্রথম টেস্টে পরাজয়ের পর পরিচালন সমিতির তরফে একটি বিশেষ বার্তা দেয়া হয়েছিল প্রতিটি ব্যাটসম্যানকে। যে উইকেটে টিকে যাবে, তাকে বড় রানের লক্ষ্যে এগোতে হবে। সেটা কখনোই ৭০-৮০ বা শতরান নয়। কমপক্ষে ১৫০-২০০র কথা ভাবতে হবে। সেই বার্তা কাজে লাগিয়েই সফল হয়েছেন যশস্বী জয়সওয়াল। কিন্তু অন্যদিকে দুটি টেস্টে উল্লেখযোগ্য পরাজয়ের পর ইংল্যান্ড দলের পরিকল্পনা এখনো স্পষ্ট নয়। তাঁদের বাজবল ক্রিকেট নিয়ে বহু সমালোচনা হলেও এই পদ্ধতিকেই সফলতার মন্ত্র হিসেবে দেখছেন ম্যাকালাম। তবে ইংল্যান্ড অধিনায়ক এই ম্যাচে বল করবেন তা কার্যত নিশ্চিত একথা বলাই চলে।
আগেরদিন অনুশীলনে স্টোকস শুধু বোলিংই করেননি, পাশাপাশি তাঁর জন্য বিশেষভাবে রাখা হয়েছিল রিভার্স সুইংয়ের মহড়াও।
হাঁটুর সফল অস্ত্রোপচারের পরে স্টোকস ভারতের বিরুদ্ধে সিরিজে প্রথম বল হাতে ফিরতে পারেন বলে মনে করছে ক্রিকেটমহল। অধিনায়ক বল করলে আরেকটি মরণ-বাঁচন টেস্টের আগে আরেকটি রাস্তা খুলে যাবে ইংল্যান্ড দলের কাছে। মূলত স্টোকস বল করলে তিন স্পিনারের ছকে ফিরে যাবে ইংল্যান্ড। সেক্ষেত্রে নতুন বলে দুই প্রান্তঃ থেকে আক্রমণ শানাবেন অধিনায়ক ও অল-রাউন্ডার স্টোকস এবং অন্য একজন বিশেষজ্ঞ পেসার। সেটা হতে পারে জিমি অ্যান্ডারসন কিংবা মার্ক উড।
রাঁচির পিচে বল ঘুরবে বলেই ধরে নিয়েছে ইংল্যান্ড। অন্ততঃ এদিন সাংবাদিক সম্মেলনে অলি পোপের কথাতে বিষয়টা স্পষ্ট। এদিন তিনি সাংবাদিকদের বলেন, ‘ পিচের বেশ কিছু অংশে কয়েকটা ফাটল লক্ষ্য করা যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন মাটির অন্য একটা অংশ ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। ওই জায়গায় বল পড়ে নড়াচড়া করতে পারে।’ হায়দ্রাবাদের দ্বিতীয় ইনিংসে অলি পোপের অসাধারণ শতরান ইংল্যান্ডকে জয়ের সরণিতে পৌঁছে দিয়েছিল। মূলত সেক্ষেত্রে সুইপ ও রিভার্স সুইপকে অস্ত্র করে বড় রান তুলে নেয় পোপ। ভারতীয় স্পিনারদের ব্যাট হাতে পাল্টা আক্রমণ করেন তিনি। রাঁচিতেও সেই একই রাস্তায় হাঁটতে চাইছে ইংল্যান্ড দল। তিনি পরিষ্কার করে বলেছেন, ‘ভারতীয় স্পিনারদের চাপে রাখার একমাত্র উপায় হল ওদের আক্রমণ করা। বল যদি ঘোরে তাহলে পাল্টা জবাব হিসেবে সুইপ রিভার্স সুইপ ব্যবহার করতে হবে।’ তাইজন্যই হয়ত অশ্বিন, জাদেজা ও কুলদীপের পাল্টা অস্ত্র হিসাবে তিন স্পিনারে খেলতে চলেছে ইংল্যান্ড শিবির।