ডারবানকে হেলায় হারিয়ে এসএ২০ চ্যাম্পিয়ন ইস্টার্ন কেপ

ইস্টার্ন কেপের ২০৪ রানের জবাবে মাত্র ১১৫ রানেই শেষ হয়ে যায় ডারবান। ৮৯ রানে ডারবানকে হারিয়ে এবারের এসএ২০ লিগ চ্যাম্পিয়নের মুকুট উঠল ইস্টার্ন কেপের মাথায়।

author-image
Manoj Kumar
আপডেট করা হয়েছে
New Update
Eastern Cape

Eastern Cape Win. ( Image Source: X)

দীর্ঘ লড়াই শেষ, ফাইনালের মঞ্চে ডারবানকে হারিয়ে এবারের এসএ২০ চ্যাম্পিয়ন ইস্টার্ন কেপ। ট্রিস্টান স্টাবস ও এডেন মার্করামের শেষ মুহূর্তের দুরন্ত পার্টনারশিপটাই এদিন ইস্টার্ন কেপের জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল। অপেক্ষাটা ছিল বোলারদের একটা ভাল পারফরম্যান্সের। সেটাই এদিন করে দেখালেন মার্কো য়্যানসেন। তাঁর বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল ডারবানের ব্যাটিং লাইনআপ। ২০৪ রানের জবাবে নেমে ১১৫ রানেই শেষ হয়ে গেল ডারবান। ৮৯ রানে জয়ের সঙ্গে এবারের এসএ২০ চ্যাম্পিয়ন ইস্টার্ন কেপ।

এবারের এসএ২০ লিগের শুরু থেকেই ভাল ফর্মে রয়েছে ইস্টার্ন কেপ। ফাইনালের মঞ্চেও সেই ধারা বজায় রাখল ইস্টার্ন কেপ। এদিন শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ইস্টার্ন কেপের হাতে। একবারের জন্যও ম্যাচে নিজেদের প্রভাব বিস্তার করতে পারেনি ডারবান। গত ম্যাচে ডারবানের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানো হেনরিখ ক্লাসেনও এদিন ব্যট হাতে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছিলেন। স্টাবস ও অ্যাবেলের জোড়া অর্ধশতরান যেমন দলের বড় রানের রাস্তাটা ঠিক করে দিয়েছিল। তেমনই বল হাতে ৫ উইকেট নিয়ে ডারবানের কফিনে শেষ পেড়েকটি পুঁতে দিয়েছিলেন মার্কো য়্যানসেন।

৫৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন টম অ্যাবেল

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইস্টার্ন কেপ অধিনায়ক এডেন মার্করাম। ব্যাট হাতে শুরু থেকেই এদিন ওপেনিংয়ে আক্রমণাত্মক মেজাজে ছিলেন জর্ডন হারম্যান। মাত্র ২৬ বলে ৪২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই তারকা ক্রিকেটার। যদিও ইস্টার্ন কেপের রানের গতি থেমে থাকেনি। সেই জায়গা থেকেই ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে ইস্টার্ন কেপের বড় রানের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিলেন টম অ্যাবেল।

শেষ মুহূর্তে মাঠে ছিল এডেন মার্করাম ও ট্রিস্টান স্টাবসের দাপট। এই দুই তারকা ব্যাটেরের সামনে ডারবানের কোনও বোলারই সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি। দুজনের ব্যাট থেকেই ছিল বড় রানের ঝলক। ৪২ রানে অপরাজিত ছিলেন মার্করাম এবং ৫৬ রানের ইনিংস খেলে ক্রিজে অপরাজিত ছিলেন ট্রিস্টান স্টাবস। স্টাবসের গোটা ইনিংসটি সজানো ছিল ৪টি চার ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে। ইস্টার্ন কেপ করে ২০৪ রান।

এরপর বল হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন ইস্টার্ন কেপের তাপকা পেসার মার্কো য়্যানসেন। তিনি একাই কার্যত শেষ করে দিয়েছিলেন ডারবানের ব্যাটিং লাইনআপকে। একাই এদিন ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।স্মাটস, ভানুকা রাজাপক্ষেদের মতো তারকা ব্যাটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনিই। ১১৫ রানেই ডারবানকে শেষ করে এসএ২০ চ্যাম্পিয়নের মুকুট তুলে নিল ইস্টার্ন কেপ।

Sports News