পরপর দুটি টেস্টে ক্রমাগত পরাজয়। প্রশ্ন উঠে গেছে ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়ে। প্রশ্ন উঠেছে ম্যাকালামের কোচিং পদ্ধতি নিয়েও। তবে বাজবল ক্রিকেটের থেকেও ইংল্যান্ডকে এই সিরিজে সমস্যায় ফেলেছে মূলত একজন অলরাউন্ডারের অভাব। বাধ্য হয়ে রাঁচিতে চতুর্থ টেস্টে বল হাতে তুলে নিতে চলেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। এমনই ইঙ্গিত দিলেন দলের কোচ ও প্রাক্তন কিউই তারকা ব্রেন্ডন ম্যাকালাম।
গত বছরের জুনে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে বোলিং করেছিলেন বেন স্টোকস। তারপর সিরিজ পরবর্তী সময়ে হাঁটুতে অস্ত্রোপ্রচার করাতে হয়েছিল স্টোকসকে। যার পর থেকে আর সে ভাবে তাকে বল হাতে দেখা যায়নি। কিন্তু রাজকোট টেস্টে যেভাবে ইংল্যান্ড বোলিংকে দুর্মুষ করে দিয়েছেন যশস্বী জয়সওয়াল থেকে ভারতীয় দলের ইয়ং ব্রিগেড, তাতে চিন্তার ছায়া পড়েছে গোটা ইংল্যান্ড শিবিরে। সদ্য চোট সারিয়ে দলে ফিরে রবীন্দ্র জাদেজা যেমন একদিকে শতরান করেন, একইভাবে ব্যাটিং বিক্রম দেখা যায় সদ্য অভিষেক হওয়া সরফরাজ খানের ব্যাটেও। ভালো রান পেয়েছে আরেক যুব ধ্রুব জুড়েলও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে নীল নকশা সাজাচ্ছেন ইংল্যান্ডের কোচ ম্যাকালাম। তিনি স্বীকার করে নিয়েছেন বল হাতে বেন স্টোকসের প্রত্যাবর্তনের বিষয়টি। তিনি একটি ক্রিকেট ওয়েবসাইটে বিবৃতি দিয়েছেন, ‘ও যে আবার বোলিং করার মতো জায়গায় পৌঁছে গিয়েছে, সেটা আমাদের গোটা দলের পক্ষেই শুভ লক্ষণ। বেন খুবই বুদ্ধিমান একজন ক্রিকেটার। যদি বোলিং করার মত জায়গায় না পৌঁছতে পারতো, তাহলে এই সিদ্ধান্ত সে কখনোই নিত না। তবে আমাদের এখনো গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখতে হবে।’
এর পাশাপাশি তিনি মনে করিয়ে দিলেন, ‘বোলিং শুরু করলে সেটা শেষও করতে হবে। সেই জায়গা থেকে কখনোই সরে আসা যাবে না।’
এদিকে অ্যালিস্টার কুকের পর ইয়ান চাপলো মনে করছেন বাসবল ক্রিকেটীয় দর্শন এই মুহূর্তে ঝেড়ে ফেলা উচিত ইংল্যান্ড দলের। নিজের স্বাভাবিক ক্রিকেটটিই তিনি খেলতে নির্দেশ দিচ্ছেন জো রুটকে। তিনি মনে করছেন, নতুন ঘরানারই ক্রিকেট সংস্কৃতি থেকে জো রুটকে অবশ্যই বাদ দেয়া উচিত। রুট যেহেতু একজন উপযুক্ত টেস্ট খেলোয়াড়, তাকে নিজের ভূমিকাতেই অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি একটি বিবৃতিতে দিয়ে বলেন, ‘নিজের ব্যাটিংয়ের ধরন পাল্টাতে গিয়ে ও যেভাবে উইকেট দিয়ে আসছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যেও আগে থেকেই এমন শট নেবে বলে ঠিক করে রেখেছে। রুটের সঙ্গে কখনোই এটা খাপ খায় না। ওকে অন্তত ছেড়ে দেওয়া উচিত।’