নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০-তে নেই ডেভিড ওয়ার্নার

চোটের কারণে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। কিউইদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেছিলেন তিনি। সেখানে ২০ বলে ৩২ রানের ইনিংস খেলেছিলেন ওয়ার্নার।

author-image
Manoj Kumar
New Update
David Warner

David Warner. (Image Source: X)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সেইসঙ্গেই দ্বিপাক্ষিক টি টোয়েন্টিতেও ডেভিড ওয়ার্নারের এটাই কার্যত শেষবার খেলা হয়ে গেল। এরপর একেবারে অস্ট্রেলিয়ার জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে। তার আগে অবশ্য আইপিএলের মঞ্চেও নামবেন তিনি। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে চোটের জন্য শেষ টি টোয়েন্টিতে তিনি খেলতে না পরলেও, আইপিএলের আগে ডেভিড ওয়ার্নার সুস্থ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেই শেষবার এই ফর্ম্যাটে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে। এই মুহূর্তে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। সেখানেই দুরন্ত ফর্মে রয়েছে অজি বাহিনী। পরপর দুটো টি টোয়েন্টি জিতে এই মুহূর্তে সিরিজ নিজেদের দখলে করে নিয়েছে অস্ট্রেলিয়া বাহিনী। তৃতীয় ম্যাচ জিততে পারলেই নিউ জিল্যান্ড়ের ঘরের মাঠে তাদেরকে হোয়াইট ওয়াশ করবে অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যেই রবিবার নামতে চলেছে অজি বাহিনী। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

কিউইদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩২ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার

সেই ম্যাচেই অবশ্য নামতে পারবেন না অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। চোটের কারণে ছিটকে গিয়েছেন তিনি। সেই চোট শুধুমাত্র অস্ট্রেলিয়ারই যে চিন্তা বাড়াচ্ছে তা কিন্তু নয়। একইসঙ্গে আইপিএল সুরু হওয়ার আগে দিল্লিরও চিন্তা বাড়াচ্ছে খানিকটা। কারণ ডভিড ওয়ার্নারের চোট থাকলে যে তারাও বেশ সমস্যায় পড়বে তা বলার অপেক্ষা রাখে না। তবে মনে করা হচ্ছে যে আইপিএলের আগেই নাকি সেরে উঠতে পারেন ডেভিড ওয়ার্নার। তাঁর যে চোট হয়েছে তাতে  ওয়ার্নারের সেরে উঠতে সময় লাগতে পারে ৭ থেকে ১০ দিন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে ডেভিড ওয়ার্নারের চোট নিয়ে জানানো হয়েছে, ডেভিড ওয়ার্নারের এই মুহূর্তে সেরে ওঠার জন্য বেশ খানিকটা সময় লাগবে। যদিও সেটা তাঁর আগামী দিনের আইপিএল  এবং টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার ক্ষেত্রে কোনওরকম বাধা হয়ে দাঁড়াবে না।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ওয়েলিংটনে খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। সেখানেই ২০ বলে ৩২ রানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। তবে দ্বিতীয় ম্যাচে নামতে পারেননি তিনি। তৃতীয় ম্যাচের আগে তাঁকে নিয়ে জল্পনা চললেও শেষপর্যন্ত ছিটকেই গিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।

Sports News