কোচ চন্দ্রকান্ত পন্ডিত পাশে দাঁড়ালেন শ্রেয়সের

শ্রেয়সকে চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিতে পারছেন না কলকাতার কোচ চন্দ্রকান্ত পন্ডিত। তিনি মনে করেন শ্রেয়সকে অবশ্যই চুক্তিতে রাখা উচিত ছিল। কি কারনে বাদ দেওয়া হয়েছে, সেই কারণটিও বিশেষভাবে বুঝে উঠতে পারছেন না তিনি।

author-image
Manoj Kumar
New Update
shreyas-iyer-practice (Source: X)

Shreyash Iyer (Source: X)

শ্রেয়সকে চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিতে পারছেন না কলকাতার কোচ চন্দ্রকান্ত পন্ডিত। তিনি মনে করেন শ্রেয়সকে অবশ্যই চুক্তিতে রাখা উচিত ছিল। কি কারনে বাদ দেওয়া হয়েছে, সেই কারণটিও বিশেষভাবে বুঝে উঠতে পারছেন না তিনি।

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি প্রকাশিত হয়েছে। সেখানে নাম নেই শ্রেয়সের। এই গোটা বিষয়টিকেই ভালোভাবে দেখতে পারছেন না কলকাতার কোচ। বোর্ডের এহেন সিদ্ধান্তে কার্যত হতবাক হয়ে গিয়েছেন শ্রেয়সের দ্রোণাচার্য চন্দ্রকান্ত পন্ডিত।

আগামী ২২শে মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান টি২০ লীগের নতুন মরশুম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্রেয়সকে ভারতীয় বোর্ডের চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে কথা না শোনার মাশুল দিতে হয়েছে এই তারকা ক্রিকেটারকে। কিন্তু এর কোনরকম প্রভাব ইন্ডিয়ান টি২০ লিগে পড়বে না বলেই মনে করছেন পন্ডিত। তিনি একটি বিবৃতি দিয়ে বলেন, ‘চুক্তির মধ্যে না রাখায় আমি একেবারেই হতবাক। ভারতের হয়ে সব ধরনের ক্রিকেটে অংশ নিয়েছে ও। এই পরিস্থিতিতে ওকে কেন বাদ দেওয়া হয়েছে তা একেবারেই আমি জানি না। তবে আমি মনে করি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় ওর নাম অবশ্যই রাখা উচিত ছিল। যে কোনো ভাগেই এবং ক্রিকেটের যেকোনো ফরম্যাটেই ওকে রাখা যেতে পারত।’

তবে এর পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন এর কোন প্রভাব শ্রেয়সের উপর পড়বে না। তিনি বলেন, ‘ এই চুক্তিতে না থাকা কোন ভাবে শ্রেয়াসের উপর কোন প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। ও যেরকম খেলে সেরকম ভালোই খেলবে। লড়াই করে আবার দলে ফিরে আসবে। শ্রেয়স লড়াকু প্লেয়ার। খুব ভালো লড়তে জানে।’ 

এর পাশাপাশি শ্রেয়সের চোটের বিষয়টি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন এই সিনিয়র কোচ। তিনি একটি বিবৃতি দিয়ে বলেন, ‘ ওর চোট ছিল বলে আমি জানতাম। তবে সেটি এখন সেরে গিয়েছে। ও অত্যন্ত ভালো একজন ক্রিকেটার। টেস্ট অভিষেকে শতরান রয়েছে ওর ঝুলিতে। আগামী দিনের জাতীয় দলের যে কোন ফরম্যাটেই ওর জায়গা হওয়া উচিত।’ রঞ্জি খেলার বিষয়টিও চন্দ্রকান্ত পন্ডিত উল্লেখ করে আরো যোগ করেন, ‘অবশ্যই রঞ্জি খেলবে শ্রেয়স। আগামী ইন্ডিয়ান টি২০ লিগ ২০২৪ মরসুমেও ভালো পারফর্ম করতে পারে। ভারতের হয়ে আগামী দিনে ভালো নাম করবে শ্রেয়স।’

Sports News