আগামী দিনে ভাঙতে পারেন সেহবাগের রেকর্ড, যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী

যশস্বী জয়সওয়ালের ব্যাটিং দক্ষতা দেখে মুগ্ধ রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন দ্রোণাচার্য ইতিমধ্যেই যশস্বী জয়সওয়ালকে ভারতীয় ব্যাটিংয়ের পরবর্তী তারকা আখ্যা দিয়েছেন। এমনকি যে গতিতে তিনি রান করেন টেস্টে খুব দ্রুতই ট্রিপল সেঞ্চুরির দেখা পাওয়া যেতে পারে বলে তিনি মনে করছেন।

author-image
Manoj Kumar
New Update
Yashasvi Jaiswal

yashasvi jaiswal (Source: X)

যশস্বী জয়সওয়ালের ব্যাটিং দক্ষতা দেখে মুগ্ধ রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন দ্রোণাচার্য ইতিমধ্যেই যশস্বী জয়সওয়ালকে ভারতীয় ব্যাটিংয়ের পরবর্তী তারকা আখ্যা দিয়েছেন। এমনকি যে গতিতে তিনি রান করেন টেস্টে খুব দ্রুতই ট্রিপল সেঞ্চুরির দেখা পাওয়া যেতে পারে বলে তিনি মনে করছেন। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাঁ-হাতি ওপেনারের বিধ্বংসী ব্যাটিং নিয়ে ক্রিকেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়। বাজবলের বিরুদ্ধে যশস্বীর এই ব্যাটিংকে অনেকেই যশবল আখ্যাও দিয়ে দেন।

ইতিমধ্যেই যখন তার ব্যাটিং নিয়ে চৰ্চা তুঙ্গে, রবি শাস্ত্রী বলে দিলেন, ‘যে গতিতে ও রান করছে তাতে খুব দ্রুতই ৩০০ করে ফেললে আমি কিন্তু অবাক হবো না।’ 

তিনি আরো বলেন, ‘ এই ম্যাচে যদি রোহিত শর্মার দিক থেকে ডিক্লেয়ারের ব্যাপারটি না আসতো তাহলে ট্রিপল সেঞ্চুরি হয়তো করেও দিতে পারতো।’ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এখনো পর্যন্ত টেস্টে মাত্র তিনটি ট্রিপল সেঞ্চুরির ইতিহাস রয়েছে। যার মধ্যে দুটিরই অধিকারী বীরেন্দ্র শেহবাগ। তিনি মুলতান টেস্টে ৩৭৫ বলে ৩০৯ রান করেন। সেটাই ছিল ভারতীয় হিসাবে তাঁর প্রথম সেঞ্চুরি। এর পাশাপাশি সেটিই ছিল টেস্টে কোন ভারতীয় ব্যাটসম্যানের ব্যক্তিগতভাবে সর্বোচ্চ স্কোর। এর পাশাপাশি ভারতীয়দের মধ্যে অন্য আরেকজনেরও ট্রিপল সেঞ্চুরি রয়েছে। তবে তিনি তলিয়ে গিয়েছেন বিস্মৃতির অন্ধকারে। তিনি হলের করুন নায়ার। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮১ বলে অপরাজিত ৩০৩ রানের ইনিংস খেলেন তিনি। ২০১৬ তে খেলা সেই ইনিংসই ভারতীয় ক্রিকেটের শেষ ট্রিপল সেঞ্চুরি। শাস্ত্রীর এই বিষয়ে মতামত, জয়সওয়াল এসে যাওয়ার পরে অনেক দিন ধরে ভারতীয় ক্রিকেট ভক্তরা যা দেখতে পাইনি, এবার সেই বিনোদন তারা পেয়ে যেতে পারেন। জয়সওয়ালের বড় রান করার নেশা রয়েছে। এর পাশাপাশি তিনি যথেষ্ট দ্রুতগতিতে রান তুলতে পারেন। টেস্টের মত মঞ্চেও বড় শট খেলার ঝুঁকি নিতে পারেন। রাজকোটে তিনি নিজের ডবল সেঞ্চুরি সম্পন্ন করার পথে ১২টি ছক্কা মারেন।

সহবাগের ৩১৯ কি ভাঙতে পারবেন যশস্বী? জিজ্ঞেস করার শাস্ত্রীর বক্তব্য, ‘ এখনই এসব বলে ওর উপর অতিরিক্ত চাপ বাড়াতে চাই না। সবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে এসেছে। খোলা মনে খেলুক। এই ফর্মে ব্যাট করলে ওর অসাধ্য কিছুই থাকবে না।’ এখনো অবধি টেস্ট সবচেয়ে বেশি রানের তালিকায় তাঁর নাম সবার উপরে। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের বেন ডাকেট। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে। এই পরিস্থিতিতে নিজের ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ টেস্টেও তাঁর ব্যাটে বড়ো রান আসে কিনা সেটাই দেখার।

 

Sports News