প্রথম স্পেলেই অনবদ্য ৩ উইকেট, বিস্ময় জাগালো বাংলার বোলার। বুমরাহর পরিবর্ত হিসাবে দলে যোগ দিয়েছেন তিনি। সদ্য অভিষেক হওয়া ম্যাচেই ছিটকে দিলেন স্ট্যাম্প, বুঝতেই দিলেন না বুমরাহর অভাব।
সকালে ভারতীয় দলের দ্রোণাচার্য রাহুল দ্রাবিড় হাতে টেস্টের টুপি তুলে দেন। মাঠে উপস্থিত ছিল পরিবারও। টেস্টের টুপি পেয়েই দৌড়ে গিয়ে মাকে প্রণাম। জড়িয়ে ধরলেন কনিষ্ঠ ভাইটিকে। তার পরেই রাঁচির রণাঙ্গনে বল হাতে আগুন ঝরাচ্ছেন আকাশ দীপ। লাল বল হাতে তুলে নিচ্ছেন একের পর এক উইকেট।
অভিষেক টেস্টেই নজর কানলেন বাংলার আকাশ দীপ। এই পেসারের গতি এবং ইনসুইংয়ের শুরুতেই তিন উইকেট হারালো ইংল্যান্ড। ছিটকে গেল বাইশ গজে সেট হয়ে যাওয়া জ্যাক ক্রলির স্ট্যাম্প। দেশের জার্সি গায়ে জীবনের প্রথম স্পেলে ৭ ওভারে তিন উইকেট তুলে নিলেন আকাশ দীপ। ঢেকে দিলেন দলের সিনিয়র তারকা জসপ্রীত বুমরাহর অভাব। লাঞ্চের আগে প্রথম সেশানে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ১১২ রান।
নিজের দ্বিতীয় ওভারেই অনবদ্য স্পেলে জ্যাক ক্রলির স্ট্যাম্প উড়িয়ে দিয়েছিলেন আকাশ। কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই বলটি নো বল ছিল। কার্যতই ভেঙে পড়েন তরুণ বোলার। অন্যদিকে জীবনদান হয় ইংরেজ ওপেনারের। তারপরেই বড়ো রানের লক্ষ্যে এগোতে থাকেন ক্রলি।
অন্যদিকে আকাশের গতি এবং ইনসুইং দেখে বোঝা যাচ্ছিল প্রথম উইকেট খুব শীঘ্রই আসতে চলেছে বাংলার বোলারের ঝুলিতে এবং পরবর্তীতে সেটাই হয়। নিজের পঞ্চম ওভারে আকাশ তুলে নেন বেন ডাকেটকে। বাঁ-হাতি ডাকেটকে আউট সুইং করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই ব্যাটের আলতো খোঁচায় বলটি গিয়ে জমা হয় উইকেট রক্ষক ধ্রুব জুরেলের দস্তানায়।
তারপর ওই ওভারেই বেন স্টোকসের দলের দ্বিতীয় উইকেটটি তুলে নেন আকাশ। অলি পোপকে এলবিডব্লু করেন তিনি। ভেতরের দিকে ঢুকে আসা বল সামলাতে পারেননি অলি পোপ। উইকেটের সামনে পায়ে লাগে বল। প্রথমে যদিও আম্পায়ার কোনো আউটের সিগনাল দেননি। পরবর্তীতে ভারতের তরফে রিভিউ করা হলে উইকেটটি পেয়ে যায় ভারত। আকাশের তৃতীয় শিকার ক্রলি। যেভাবে প্রথমে নো বলে বোল্ড হয়েছিলেন, ঠিক সেইভাবেই স্ট্যাম্প উড়িয়ে দেন আকাশ। এবার আর নো বল নয়। ভারতও প্রথম দিনের সকালে তিন উইকেট পেয়ে অনেকটাই এগিয়ে যায়। এই ম্যাচে বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারতীয় শিবির। সেই জায়গায় দলে এসেছেন বাংলার তরুণ। স্বভাবতই নিজের প্রথম ইনিংসে ছাপ ছেড়ে যাচ্ছেন এই উঠতি তারকা।