যশস্বী জয়সওয়াল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়লেন বেন ডাকেট

যশস্বী জয়সওয়াল নিয়ে মুখ খুলে বিপদে পড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন ডাকেট। তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে নিজের দেশেই প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনার শিকার হলেন তারকা ব্যাটসম্যান। ভারতীয় ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রশংসা করেও বেন ডাকেট দাবী করেন, এই আগ্রাসী ক্রিকেটের জন্য তার ধন্যবাদ জানানো উচিত ইংল্যান্ড শিবিরকে। তাদের দেখেই যশস্বী এমন ব্যাটিং শিখেছেন। 

author-image
Manoj Kumar
New Update
Yashasvi Jaiswal

Yashsvi Jaiswal (Source: X)

যশস্বী জয়সওয়াল নিয়ে মুখ খুলে বিপদে পড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন ডাকেট। তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে নিজের দেশেই প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনার শিকার হলেন তারকা ব্যাটসম্যান। ভারতীয় ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রশংসা করেও বেন ডাকেট দাবী করেন, এই আগ্রাসী ক্রিকেটের জন্য তার ধন্যবাদ জানানো উচিত ইংল্যান্ড শিবিরকে। তাদের দেখেই যশস্বী এমন ব্যাটিং শিখেছেন। 

সেই বিতর্কিত মন্তব্য নিয়েই এবার পাল্টা জবাব দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। প্রাক্তন ইংল্যান্ড তারকা নিজের কলামে লেখেন, ‘বাজবল ক্রিকেটের সমর্থনে বড় বড় কথা বলার আগে একবার নিজেদের ব্যর্থতার কারণ খোঁজারও চেষ্টা করা উচিত। তারপর তিনি সরাসরি বেন ডাকেটকে উদ্দেশ্য করে বলেন,

‘তোমাকে দেখে অন্তত যশস্বী ক্রিকেটটা খেলতে শেখেনি। ও যা শিখেছে, তার কারণটা ওর এতদিনের দৃঢ় পরিশ্রম ও প্রশিক্ষণ এর মধ্যে লুকিয়ে আছে। ওকে এই জায়গায় পৌঁছতে অমানুষিক কায়িক পরিশ্রম করতে হয়েছে। দরকার হলে তুমি বরং ওর খেলা দেখে শেখার চেষ্টা করো।’

ডাকেটের এই ধরণের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মাইকেল ক্লার্কও। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্পষ্ট করে বলেছেন, ‘রিভার্স সুইপ বা সুইট হিট মারার অর্থ কখনোই আক্রমণাত্মক ক্রিকেট খেলা হতে পারে না। ডাকেট খুব সম্ভবত সেই বিষয়টি জানে না।’ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে ক্লার্ক উল্লেখ করেছেন, ‘আমার মনে হয় ডাকেট গত কুড়ি বছর ধরে অস্ট্রেলিয়ার ক্রিকেটটা আদৌ দেখেনি। ওর বয়সটা কম বলেই হয়তো ও জানে না যে অস্ট্রেলিয়া দল কিভাবে টেস্ট ক্রিকেটটা খেলতো। ও কি কখনো ম্যাথু হেডেন, মাইকেল স্ল্যাটার, রিকি পন্টিং, ড্যামিয়েন মার্টিন কিংবা অ্যাডাম গিলক্রিস্টের নাম শুনেছে? তারাও কিন্তু অনায়াসে এই ধরনের শট খেলতে পারতো।’ ক্ষুব্ধ ক্লার্ক এখানেই থামেননি। তিনি আরও যোগ করে বলেন, ‘ তুমি রিভার সুইপ করতে পারো, সুইচ হিট শটও নিতে পারো। কিন্তু তা এটা প্রমাণ করে না যে সেই ব্যাটিংটা আক্রমনাত্মক। ম্যাথু হেডেন ব্যাট করতে নেমে বোলারের মাথার উপর দিয়ে বলকে সটান গ্যালারিতে পাঠিয়ে দিত। ওকে তো কোনদিন সুইচ হিট বা গ্যালারির মনোরঞ্জনের জন্য শট মারতে হয়নি।’

এর পাশাপাশি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক, রাঁচি টেস্টের দল থেকে জনি বেয়ার্স্টোকে বাদ দেওয়ার কথা বলেছেন। সব মিলিয়ে দুটি টেস্টে ভারতের মাটিতে পরাজয়ের পরে ইংল্যান্ডের সময়টা বেশ খারাপ যাচ্ছে, একথা বলাই যায়। 

Sports News