কুলদীপে মুগ্ধ অশ্বিন, দিন শেষে ব্যাটিংয়েরও প্রশংসা

তৃতীয় দিন ইংল্যান্ড ইনিংসকে ভাঙার কাজে অশ্বিনকে সাহায্য করেছেন কুলদীপ যাদব। চার উইকেট রয়েছে চায়নাম্যানের ঝুলিতে। সঙ্গী স্পিনারকে নিয়ে মুগ্ধ খোদ অশ্বিনও।

author-image
Manoj Kumar
New Update
ashwin-kuldeep (Source: X)

ashwin-kuldeep (Source: X)

তৃতীয় দিন ইংল্যান্ড ইনিংসকে ভাঙার কাজে অশ্বিনকে সাহায্য করেছেন কুলদীপ যাদব। চার উইকেট রয়েছে চায়নাম্যানের ঝুলিতে। সঙ্গী স্পিনারকে নিয়ে মুগ্ধ খোদ অশ্বিনও। তিনি এদিন বলেন, ‘ কুলদীপ দারুন বল করেছে। ও রান আপ নিয়ে কাজ করছে। বলের গতিও বদলাচ্ছে।’ একটা সময় যখন মনে হচ্ছিলো কুলদীপ যাদবের খাতাতেই এদিন লেখা হবে ৫ উইকেট, সেই সময়ই ইনিংস ভাঙেন ভারতীয় অফস্পিনার। অন্যদিকে ১৫ ওভারে মাত্র ২২ রান দিয়ে চার উইকেট শিকারী কুলদীপ যাদব। এদিন ম্যাচের পর কুলদীপের প্রশংসা করে অশ্বিন বলেন, ‘আমি কুলদীপের ফাইফার চুরি করেছি।’ এর পাশাপাশি ব্যাটসম্যান কুলদীপের মাটি কামড়ে টিকে থাকারও প্রশংসা করলেন অশ্বিন।

কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে কুলদীপ ১৩১ বলের মোকাবিলা করেন। স্কোরবোর্ডে জুড়ে দেন ২৮টি অমূল্য রান। ধ্রুব জুরেলের সঙ্গে অষ্টম উইকেটে দাঁড়িয়ে তিনি ৭৬ রানের জুটি গড়েছিলেন। ব্যাটিং প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘ কুলদীপ খুবই ভালো ব্যাটিং করেছে। একটু তাড়াতাড়ি ব্যাট করতে আসতে হয়েছে ওকে। আমি মনে করি ওর ডিফেন্স দারুন ছিল। ড্রেসিংরুম শান্ত রেখে মাঠের মধ্যে তিনি দারুন ধৈর্য সংযমের পরিচয় দিয়েছেন। ও একটি দুর্দান্ত গেমপ্ল্যান নিয়ে খেলেছিল। কোন সময় ও অসতর্ক ছিল না। পাল্টা আক্রমণের জন্য সব সময় সঠিক বোলার বেছে নিয়েছিল, যা আমাদের যথেষ্ট নিশ্চিন্ত করেছিল।’

তৃতীয় দিনের খেলা শেষে অশ্বিনের বিবৃতি, ‘কুলদীপ দুর্দান্ত বোলিং করেছে। আমরা সকলেই জানি সে কতটা বল মুভ করতে পারে। ওর চমৎকার দক্ষতা রয়েছে। গতির পরিবর্তন করে বলের গতিপথেও দারুন বদল আনতে পারে ও। আমি মনে করি সে এমন একজন বোলার যে নিজের দ্বিগুণ মাঠের মধ্যে দিতে পারে।’

অশ্বিনের সহাস্য স্বীকারোক্তি, তিনি কুলদীপের ফাইফার চুরি করেছেন। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘ কুলদীপের জন্য আমি সত্যিই খুশি। আমি শুধু ওর ৫ উইকেটটি চুরি করেছি।’

যদিও ধর্মশালায় নিজের ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন ভারতীয় কিংবদন্তী অফস্পিনার। সুনীল গাভাস্কার এই নিয়ে এক অভিনব প্রস্তাব দিয়েছেন। সম্প্রচারকারী চ্যানেলে অশ্বিনকে তিনি বলেন, ‘ ভারত যদি এখান থেকে সিরিজ জিতে ধর্মশালায় শেষ টেস্ট খেলতে যায়, তাহলে অধীর আগ্রহে অপেক্ষায় থাকবো অন্য একটি জিনিসের। আশা রাখবো ১০০তম টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব রোহিত তোমার উপর ছেড়ে দেবে।’ অশ্বিন হাসিমুখে বলেন, ‘ সানি ভাই আপনার কথায় আমি আপ্লুত। কিন্তু এইসব প্রত্যাশার ঊর্ধ্বে চলে গিয়েছি আমি।’

তবুও স্বাভাবিকভাবেই চতুর্থ টেস্ট জিতলে অনেকটাই মনোবল বৃদ্ধি পাবে ভারতীয় দলের, এমনটাই মনে করছেন কিংবদন্তী স্পিনার অশ্বিন।

Sports News