দ্বিতীয়বারের জন্য বাবা-মা হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ২০শে ফেব্রুয়ারি, মঙ্গলবার, নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবরটি প্রকাশ করেন। তাঁরা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা তাঁদের সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে লিখেছেন, "এই মুহূর্তে আমাদের হৃদয় অঢেল আনন্দ এবং ভালোবাসায় পূর্ণ, আমরা সবাইকে জানাতে পেরে আনন্দিত যে ১৫ই ফেব্রুয়ারি, আমরা আমাদের শিশু ছেলে আকায় এবং ভামিকার ছোট ভাইকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি! আমরা আমাদের জীবনের এই সুন্দর সময়ে আপনার আশীর্বাদ এবং শুভ কামনা চাই। আমরা এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের অনুরোধ করছি। ভালোবাসা এবং কৃতজ্ঞতা, বিরাট এবং অনুষ্কা,"
প্ৰথমবার বাবা-মা হওয়ার সময় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা খবরটি আগেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। কিন্তু এইবার তাঁরা আর সেটা করেননি। ছেলে হওয়ার বেশ কিছুদিন পরেই তাঁরা খবরটি প্রকাশ করলেন।
সন্তানকে পৃথিবীতে স্বাগত জানানোর জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি
বিরাট কোহলি ভারতের জন্য যে খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজটি শুরু হওয়ার আগে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন যে তিনি প্ৰথম দুটি ম্যাচে খেলবেন না। এরপর, তিনি পুরো সিরিজটি থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তখন অবশ্য আসল ব্যাপারটি কেউ জানতেন না। বিরাট কোহলি টেস্ট সিরিজটি থেকে বিরতি নেওয়ার পর অনেক ধরনের গুজব শোনা গিয়েছিল। তাঁর মায়ের অসুস্থ হওয়ার খবরও সামনে এসেছিল। তবে পরে বিরাট কোহলির ভাই বিকাশ কোহলি জানান যে এই খবরটি সঠিক নয় কারণ তাঁদের মা পুরোপুরিভাবে সুস্থ আছেন।
এবি ডি ভিলিয়ার্স বিরাট কোহলির বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছিলেন। তবে এর কিছুদিন পরেই তিনি খবরটি সঠিক নয় বলে জানান এবং মিথ্যা খবর প্রকাশ করার জন্য সকলের কাছে ক্ষমা চান। তবে শেষমেশ তাঁর প্রকাশ করা খবরটিই সত্যি হল।
উল্লেখযোগ্যভাবে, বিরাট কোহলির অনুপস্থিতিতেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বেশ ভালো পারফরম্যান্সের প্রদর্শন করছে ভারতীয় দল। প্ৰথম টেস্ট ম্যাচটি হারার পর সিরিজে দারুণভাবে কামব্যাক করে ভারত। এই মুহূর্তে সিরিজটিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।