বাজবল ক্রিকেটকে কটাক্ষ করলেন অনিল কুম্বলে

তিনি বাজবলের সমালোচনা করে বলেন, ‘বাজবল হোক, বা যা কিছুই হোক না কেন, এই ক্রিকেট ভারতের সামনে যথেষ্ট নয়। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতকে হারানো কখনোই সহজ নয়।’

author-image
Manoj Kumar
New Update
Anil Kumble (Source: X)

Anil Kumble (Source: X)

ভারতের জয়ের ধারা অব্যাহত রইলো রাঁচিতেও। সোমবার ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে তারা। এই ম্যাচ জয়ের সাথে সাথে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখনো অবধি ৩-১ ব্যবধানের লিড রেখেছে ভারতীয় শিবির। অনিল কুম্বলে এই জয় প্রসঙ্গে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন। তার পাশাপাশি তিনি ইংল্যান্ডের ক্রিকেটের সমালোচনাও করেন। কিংবদন্তী স্পিনার ইংল্যান্ডকে উদ্দেশ্য করে বলেন, ‘ ইংল্যান্ড যখন এদেশে এসেছিল, তখন স্পষ্টভাবে এই গোটা যাত্রাপথটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল।’ এর পাশাপাশি তিনি বাজবলের সমালোচনা করে বলেন, ‘বাজবল হোক, বা যা কিছুই হোক না কেন, এই ক্রিকেট ভারতের সামনে যথেষ্ট নয়। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতকে হারানো কখনোই সহজ নয়।’ তিনি ইংল্যান্ড শিবিরকে মনে করিয়ে দেন, ‘বিগত এক দশকে ভারত কখনো ঘরের মাঠে সিরিজ হারেনি। ইংল্যান্ডের জানা উচিত ছিল যে তাদের বৈচিত্র আনতে হবে। কিন্তু তাদের বোলিং আক্রমণ এমন কিছুই ছিল না, যাতে তারা ভারতের দুর্ভেদ্য ব্যাটিং লাইনআপকে পাল্টা আঘাত দিতে পারে।’

ম্যাচ শেষে আলোচনায় ভারতীয় দলের প্রাক্তন কোচ মনে করিয়ে দেন, ‘ রাঁচি টেস্ট ছাড়া বেন স্টোকস, জনি বেয়ার্স্টো এবং জো রুট সহ একাধিক সিনিয়র ধারাবাহিকভাবে দলের প্রতি অবদান রাখতে ব্যর্থ হয়েছেন। বেশকিছু সময় তারা ম্যাচের হাল ধরলেও, বেশিক্ষন তারা সেটি টেনে নিয়ে যেতে সক্ষম হননি।’

তিনি আবারও বাজবলকে কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেন, ‘আমি এভাবেই ব্যাট করি’ - বলাটা ভালো, কিন্তু পরিস্থিতির বিচারে সব সময় একইভাবে ব্যাট করা সম্ভব নয়। কাউকে না কাউকে খেলাটিকে ধরে রাখতে হবে। টেস্ট ম্যাচ ক্রিকেট সাধারণত এটাকেই বলে। পরিস্থিতির বিচারে রাঁচি টেস্টে জো রুট যা করেছিলেন, সেটাই প্রয়োজন। আশ্চর্যের কিছু নেই যে তিনি সফলতা পেয়েছেন। এই ধরনের বিষয়গুলি ইংল্যান্ডকে আলোচনা করে দেখতে হবে।’

এছাড়া কুম্বলের পাশাপাশি বাজবল নিয়ে আলোচনা করেন আকাশ চোপড়াও। তিনি বলেন, ‘ বাজবল ক্রিকেট প্রথম ম্যাচেই সবাইকে চমকে দিয়েছিল। আমরা এর আগে বাজবলের কথা শুনেছিলাম, কিন্তু কখনো দেখিনি। তারপর যখন দেখলাম, সুইপ, রিভার্স সুইপ, রিভার্স হিট ব্যবহার হচ্ছে, স্বাভাবিকভাবেই তখন মনে হয়, ‘বাহ্ এমন ভাবেও ক্রিকেট খেলা যায়।’ এটাই ছিল বাজবলের সাথে আমাদের প্রথম পরিচয়। এরপরে ইংল্যান্ড শিবিরে প্রচুর উত্থান পতন গেছে। আমার মতে এরপর তাদের দলে শুধুমাত্র একত্রিকরণ করা দরকার ছিল, কিন্তু সেটি তারা করে উঠতে পারেনি।’ যদিও তিনি দিন শেষে ইংল্যান্ড ক্রিকেটের প্রশংসাই করেছেন।

 

Sports News