এ যেন সিনিয়রদের একদিনের বিশ্বকাপের পুনরাবৃত্তি। রোহিতদের একদিনের বিশ্বকাপের মতোই একটিও ম্যাচ না হেরে, টিম ইন্ডিয়ার অশ্বমেধ ছুটে চলেছিল বিশ্বজয়ের লক্ষ্যে। ভারতবাসীও আশায় বুক বেঁধেছিল অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের বদলা নেবে অনূর্ধ্ব ১৯ দল। কিন্তু শেষমেষ ভারতীয় দলকে ৭৯ রানে হারিয়ে বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া। একই সঙ্গে আইসিসির মঞ্চে হারের হ্যাটট্রিক রচনা করলো ভারত এবং তিনবারই প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। তবু ফাইনালে পরাজিত হলেও ভারতীয় দলের পাশে দাঁড়িয়েছেন পৃথ্বী শ। তিনিও একাধারে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তিনি সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন জুনিয়র ব্লু-ব্রিগেডের উদ্দেশ্যে। তিনি স্পষ্টত জানান, ‘ আমাদের কাছে তোমরা চ্যাম্পিয়ন। তোমাদের জন্য গোটা দেশবাসী গর্বিত।’ তাঁর অধিনায়কত্বে শেষবার ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত।
এদিন উদয় সাহারানদের পাশে দাঁড়াতে দেখা যায় প্রাক্তন ভারতীয় তারকা ইরফান পাঠানকেও। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর কিছু পাকিস্তানের সমর্থক সমাজমাধ্যমে উদয় সাহারানদের নিয়ে রীতিমতো বিদ্রুপ শুরু করেন। যা দেখে ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চুপ থাকতে পারেননি। পাল্টা জবাব দেন তাঁদের উদ্দেশ্যে। তিনি লেখেন, ‘পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দল ফাইনাল পর্যন্ত উঠতেও সক্ষম হয়নি। তবুও সীমান্তের ওপারের কিবোর্ড যোদ্ধারা আমাদের তরুণদের হারে খুবই আনন্দ পাচ্ছে।’ এই নেতিবাচক মানসিকতার সমালোচনা করে তিনি বলেন, এটি কখনোই সঠিক ক্রিকেটীয় মানসিকতার পরিপন্থী নয়।
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মহম্মদ কাইফও অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের পাশে দাঁড়িয়েছেন। তিনি একটি বিবৃতিতে বলেন, ‘ অনূর্ধ্ব ১৯ দলের ক্ষেত্রে ফলাফল খুব একটা কার্যকরী নয়। আসল বিষয় হলো ভবিষ্যত তারকাদের শিক্ষা, যা তারা প্রতিটি ম্যাচে অর্জন করেন। এই শিক্ষাকেই জীবনে চলার পথে পাথেয় করে তারা ভবিষ্যতে ভারতীয় দলে উল্লেখযোগ্য ভূমিকা নিতে সক্ষম হবে।’
তিনি ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন, ‘ভালো খেলেছো টিম ইন্ডিয়া।’
যদিও তিনি শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে দেখে খানিক বিস্মিতও হয়েছেন। তিনি মনে করেন ক্যাঙ্গারু বাহিনী এবারে ধারে-ভারে অনেকটাই এগিয়ে ছিল। ফাইনালের মতো উল্লেখযোগ্য ম্যাচে তাঁদের অনবদ্য পারফরমেন্সের প্রশংসাও করেন কাইফ।
১৪বছর পরে ফের যুব বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া দল। মাঝে দু'বার ফাইনালে উঠেও এই ভারতের কাছেই পরাজয় স্বীকার করেছে ক্যাঙ্গারু বাহিনী। তবে ফাইনালে হারের হ্যাটট্রিক ঠেকিয়ে দিলেন ম্যাকমিলান, হ্যারি-অলিভাররা।