শ্রেয়স আইয়ারকে সেমিফাইনালে পেয়ে উচ্ছ্বসিত অজিঙ্ক রাহানে

আগামী ২ মার্চ তামিলনাড়ুর বিরুদ্ধে নামছে মুম্বই। সেখানেই দীর্ঘদিন পর মুম্বই শিবিরে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। কয়েকদিন আগেই বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার।

author-image
Manoj Kumar
New Update
Shreyas Iyer

Shreyas Iyer. (Image Source: X )

কয়েকদিন আগেই বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালকা দেখেই কার্যত হতবাক হয়ে গিয়েছে সকলে। সেখান থেকেই বাদ পড়েছেন ভারতীয় দলের দু ই তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। প্রথম শ্রেনীর ক্রিকেটে না খেলার কারণেই বোর্ডের তরফে এমন শাস্তি বলে মনে করছেন সকলে। যদিও সেই সিদ্ধান্তের ২৪ ঘন্টার মধ্যেই রঞ্জি ট্রফিতে নামার কথা ঘো,ণা করেছেন শ্রেয়স আইয়ার। আগামী ২ মার্চ থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফি সেমিফাইনালে ভারতীয় মুম্বইয়ের হয়ে নামবেন তিনি।

শ্রেয়স আইয়ারকে রঞ্জি ট্রফির সেমিফাইনালের মঞ্চে পেয়ে আপ্লুত অজিঙ্ক রাহানে। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটার যে মুম্বইকে সাফল্যের রাস্তায় এগোতে সাহায্য করবে তা মানতে কোনও দ্বিধা নেই ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তামিলনাড়ুর বিরুদ্ধে এবারের রঞ্জি ট্রফির সেমিফাইনালে নামছে মুম্বই। সেখানেই এবার দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। শেষপর্যন্ত শ্রেয়স আইয়ার সেখানে সাফল্য পান কিনা এই মুহূর্তে তাঁর দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

এবার বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরই ভারতীয় দল থেকে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেটা যে ভারতীয় দলের কাছে বড় ধাক্কা ছিল তা বলার অপেক্ষা রাখে না। তাঁর পরিবর্তে আসা রজত পাতিদারও সেভাবে সফল হতে পারেননি। তিনিও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের হয়ে। এরই মাঝে শ্রেয়স আইয়ারের রঞ্জি ট্রফি না খেলতে চাওয়া নিয়েও নানান কথাবার্তা শুরু হয়েছিল। এরপরই বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। তবে এবার তামিলনাড়ুর বিরুদ্ধে নামতে চলেছেন এই তাকা ক্রিকেটার। তাঁকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, "তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার। মুম্বইের হয়ে যে জায়গাতেই তিনি খেলুন না কেন একটা প্রভাব অবশ্যই পড়বে। সেমিফাইনালের মতো মঞ্চে তাঁকে আমরা দলে পেয়ে সত্যিই খুব আপ্লুত। আমার মনে হয় না তাঁর কোনও বাড়তি পরামর্শ প্রয়োজন রয়েছে। মুম্বইয়ের হয়ে সবসময়ই ব্যাটিংয়ে নিজের অবদান রেখেছেন তিনি। এছাড়া তাঁর ড্রেসিংরুমে থাকাটাও অন্যান্য ক্রিকেটারদের যথেষ্ট উদ্বুদ্ধ করে"।

২ মার্চ তামিলনাড়ুর বিরুদ্ধে নামতে চলেছে মুম্বই। সেখানেই যে এখন ভারতীয় ক্রিকেট মহলের  নজর রয়েছে শ্রেয়স আইয়ারের দিকে তা বলার অপেক্ষা রাখে না।

Sports News