ভারতের অন্যতম তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এই ভারতীয় তারকা ২০২৩ সালের নভেম্বর পরবর্তী সময় দীর্ঘদিন যাবৎ ক্রিকেট থেকে দূরে রয়েছেন। সোমবার লন্ডনে তাঁর ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার হয়। যেহেতু এটি একটি স্থায়ী সমস্যা তৈরী করছিলাম ভারতীয় পেস বোলারের পায়ে, তাই চিকিৎসকরা এটির অস্ত্রোপচারেরই সিদ্ধান্ত নেয়। সেই অর্থে দেখতে গেলে ১৯শে নভেম্বর ফাইনালের দিনই শেষবার মহম্মদ শামি মাঠে নেমেছেন।
তবে মনে করা হচ্ছে আগামী কয়েকমাস যথেষ্ট জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে মহম্মদ শামিকে। তাই সম্ভবত আসন্ন ২০-২০ বিশ্বকাপে অনুপস্থিত থাকতে পারেন বাংলার এই বোলার।
গোড়ালির চোট ইদানিং বেশ ভোগাচ্ছিল ভারতের জাতীয় দলের এই পেশারকে। গোটা বিশ্বকাপটিই সম্ভবত পায়ে ইনজেকশন নিয়ে খেলতে নেমেছিলেন মহম্মদ শামি। কিন্তু তার কোনোরকম প্রভাবই তাঁর পারফরমেন্সের উপর পড়তে দেননি শামি। যখনই রোহিত শর্মার উইকেটের প্রয়োজন হয়েছে, বল হাতে হাজির হয়েছেন এই ডান হাতি পেসার। দেরিতে বিশ্বকাপ অভিযান শুরু করেন। বিশ্বকাপের সূচনা পর্বে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। কিন্তু ফিরে এসেই ভেলকি দেখিয়েছেন বল হাতে। আগুন ঝড়ানো পেসে তুলে নেন ২৪টি উইকেট। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছেন তিনি। যদিও বিশ্বকাপে পরাজয় যাবতীয় স্বপ্ন চুরমার করে দিয়েছিল তার। মানসিকভাবে ভেঙে পড়েন এই পেসার। সেইজন্যই হয়ত ২০-২০ বিশ্বকাপ খেলতে মরিয়া ছিলেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, তার অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে শামিকে। ইন্ডিয়ান টি২০ লিগে বল হাতে যে তাঁকে দেখা যাবে না, তা আগেই জানিয়ে দিয়েছিল বোর্ড। বর্তমানে হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনুপস্থিত থাকবেন তিনি। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। এই দেড়মাসব্যাপী টুর্নামেন্ট আয়োজিত হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও আমেরিকায়। ওয়েস্ট ইন্ডিজ এবারের আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ করবে। টি-টোয়েন্টির আগে হয়তো রিহ্যাব কাটিয়ে ফিরতে পারবেন না মহম্মদ সামি। যদিও বোর্ড সূত্রে খবর, অস্ত্রোপচার পরবর্তী সময়ে নিজের গোটা রিহ্যাবটিই ইংল্যান্ডে সারবেন বঙ্গ পেসার। যা খবর মার্চের দ্বিতীয় সপ্তাহের দেশে ফেরার কথা রয়েছে অর্জুন পুরস্কারজয়ী মহম্মদ শামির। তারপর ব্যাঙ্গালুরুর একাডেমিতে চলবে তার মাঠে ফেরার প্রস্তুতি।
অস্ত্রোপচার পরবর্তী সময় নিজের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন এই তারকা ক্রিকেটার। ভারতের প্রধানমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।