মুশির খান ভবিষ্যতে সরফরাজকেও টপকে যাবেন, মত আকাশ চোপড়ার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে এবার দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মুশির খান। একইসঙ্গে এবারের বিশ্বকাপের মঞ্চে জোড়া সেঞ্চুরী করে নয়া নজিরও গড়েছেন মুশির খান।

author-image
Manoj Kumar
New Update
Musheer Khan

Musheer Khan. ( Image Source: X )

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারত। সেই অস্ট্রেলিয়ার কাছেই হার মানতে হয়েছে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে। যদিও ভারতীয় দলের ক্রিকেটারদের পাশেই দাঁড়চ্ছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। বিশ্বকাপ শেষে মুশির খানকে প্রশংসায় বরিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এই বিশ্বকাপে ভারতের হয়ে অন্যতম সেরা পারফর্মার হলেন মুশির খান। এই পারফরম্যান্সের ধারা বজায় রাখতে পারলে ভবিষ্যতে মুশির খান তাঁর দাদা সরফরাজ খানের থেকেও বড় তারকা হতে পারবেন বলেই মনে করছেন আকাশ চোপড়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই ভারতীয়  স্কোয়াডে জায়গদা করে নিয়েছেন সরফরজ খান। যদিও এখনও পর্যন্ত মাঠে নামার সেভাবে কোনও সুযোগ পাননি তিনি। সরফরাজ খানের ভারতীয় দলে সুযোগ পাওয়ার পাশাপাশি তাঁর ভাইয়ের নামও বারবার খবরের শিরোনামে উঠে এসেছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে মুশির খানের পারফরম্যান্সের প্রশংসাতেই ছিলেন সকলে। ভারত শেষপর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিততে না পারলেও. এই তরুণ ক্রিকেটার যে সকলের মন জিতে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৩৬০ রান করেছেন মুশির খান

এবারের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মুশির খান। ৩৬০ রান করেছেন এই তরুণ ক্রিকেটার। বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড ভেঙেছেন তিনি। সেইসঙ্গে শিখর ধওয়ানের পর দ্বিতীয় ব্যাটার হিসাবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে একাধিক সেঞ্চুরী রয়েছে তাঁর। এবার জোড়া সেঞ্চুরী করেছেন মুশির খান। সেইসঙ্গে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে মুশির খানের ঝুলিতে রয়েছে ৩৬০ রান। এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন আকাশ চোপড়। তাঁর মতে মুশির খান ভবিষ্যতে সরফরাজ খানকেও টপকে যেতে পারে। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাঁর এই পারফরম্যান্স ভারতীয় সিনিয়র দলের দড়জা খুলতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

এই তরুণ ক্রিকেটারকে নিয়ে আকাশ চোপড়া নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, "আমি মুশির খানকে সত্যিই অত্যন্ত পছন্দ করি। তাদের দুজনেরই কেরিয়ার যখন শেষের দিকে থাকতে সেই সময় বড়  ভাইকে টপকে যেতেই পারে এই ছোট ভাই। মুশির খানের সবচেয়ে ভাল জিনিসটি হল তাঁর কাছে টাইমিংয়ে উপহার রয়েছে। তিনি লেগ সাইডে যেমন ভাল খেলেন, তেমনই স্ট্রেট ব্যাটেও ভাল পারফরম্যান্স দেখাতে পারেন। বল নিজের রেঞ্জের মধ্যে পেলেই তিনি সেরাটা দেখান"।

তাঁকে নিয়ে বিশ্বকাপের ফাইনালের মঞ্চেও প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। যদিও সেখানে শেষরক্ষা করতে পারেননি এই তরুণ ক্রিকেটার। এবার তাঁকে সিনিয়র দলের জার্সিতে দেখার অপেক্ষায় সকলে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ