সৌরভের বাড়ি থেকে চুরি গেল লক্ষাধিক টাকার ফোন

ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর কলকাতার বাসভবন থেকে চুরি হয়ে গেল তাঁর লক্ষাধিক টাকার স্মার্টফোন। শনিবার ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার ঠাকুর পুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাংলার মহারাজ।

author-image
Manoj Kumar
New Update
sourav-ganguly

sourav-ganguly

ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর কলকাতার বাসভবন থেকে চুরি হয়ে গেল তাঁর লক্ষাধিক টাকার স্মার্টফোন। শনিবার ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার ঠাকুর পুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাংলার মহারাজ। তিনি পুলিশের কাছে একটি চিঠি লেখেন বলে জানতে পারা যাচ্ছে। যেখানে স্পষ্টতই পুলিশের কাছে তিনি অনুরোধ করেন, চুরি যাওয়া ফোনের তথ্যের নিরাপত্তার ব্যাপারে। তিনি জানান, চুরি যাওয়া ফোনে প্রচুর ব্যক্তিগত তথ্য রয়েছে। তা অন্য কারুর হাতে না পৌঁছনোর যাতে ব্যবস্থা করা হয় কলকাতা পুলিশের তরফে, তা তিনি নিশ্চিত করেন।

কোনো কাজে শহরের বাইরে ছিলেন বাংলার দাদা। শনিবার তিনি বেহালায় নিজের বাড়িতে ফেরেন। বেলা সাড়ে ১১টার সময় ফোনটি তিনি শেষবারের জন্য দেখেছেন বলে উল্লেখ করেন। তারপর থেকে তাঁর ফোনটি আর খুঁজে পাওয়া যায়নি। এরপরই ঠাকুরপুকুর থানার অফিসার ইনচার্জকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সৌরভ। যেখানে তিনি জানান, ফোন হারিয়ে যাওয়ায় তিনি যথেষ্ট উদ্বিগ্ন। তাঁর ফোনটিতে অজস্র ব্যক্তিগত তথ্যের পাশাপাশি বেশ কিছু ব্যাংক একাউন্টের এক্সেস রয়েছে। আছে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের ফোন নাম্বারও। পুলিশের কাছে সৌরভ গাঙ্গুলীর অনুরোধ, ফোনটি অক্ষত অবস্থায় খুঁজে দেওয়ার পাশাপাশি, ফোনে থাকা তথ্য যাতে কোনোরকম ফাঁস না হয়, কলকাতা পুলিশ সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে নিশ্চিত করে।

এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, সৌরভ গাঙ্গুলীর ফোনের মূল্য ছিল ১.৬০ লক্ষ টাকা। ডুয়াল ৫জি সিম ব্যবহার করতেন সৌরভ। 

সৌরভের মতো ব্যক্তিত্ত্বের পরিচয় দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে। ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তিনি এই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পাশাপাশি ত্রিপুরার পর্যটনেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আসন্ন আইপিএলে সৌরভকে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে। ঋষভ পন্থদের দলের ডিরেক্টর ফর ক্রিকেট পদে রয়েছেন তিনি। সৌরভ একাধিক ব্র্যান্ডও এন্ডোর্স করেন। ফলে তাঁর ফোনে যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার ঠাকুরপুকুর থানার পুলিস কত দ্রুত সৌরভের ফোনটি খুঁজে বার করতে পারে।

সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বাড়িতে এখন রঙ করার কাজ চলছে। ফলে শ্রমিকদের আসা–যাওয়া প্রায় লেগেই রয়েছে। ফলে যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত, তাঁদেরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করছে।‌‌