সম্ভাব্য তিনজন খেলোয়াড়, যারা ধোনি পরবর্তী সময়ে চেন্নাইয়ের অধিনায়ক হতে পারেন

ধোনির পরে চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন যারা

author-image
Manoj Kumar
New Update
Dhoni

MSD

ভারতীয় টি-টোয়েন্টি লিগের ২০২৪ সিজনটি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জন্য শেষ বছর হতে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত গত বছরের সিজনটিই তাঁর কেরিয়ারের অন্তিম বছর হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে টি-টোয়েন্টি লিগের ফাইনালে ওঠে ধোনির দল চেন্নাই। রুদ্ধশ্বাস ফাইনালে ট্রফি জিতে মাঠ ছাড়ে ইয়েলো ব্রিগেড। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ধোনি তাঁর ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে ফিরিয়ে দেন উপহার। তিনি মাঠ থেকেই ঘোষণা করেন, পরের বছরে আবার চেন্নাইয়ের জার্সিতে ফেরার কথা ভাবছেন তিনি। স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে হৈচৈ পড়ে যায় তাঁর এই ঘোষণায়। এই বছর নিজেদের পছন্দের নায়ককে আবার দেখতে উদগ্রীব শত সহস্র ভক্তকুল। 

Dhoni CSK

আসন্ন ২০২৪শের ভারতীয় টি-টোয়েন্টি লিগে হয়তো শেষ বারের জন্য অধিনায়কত্ব করতে নামছেন ধোনি। ১৬ বছর পেরিয়ে গেছে প্রথম টি-টোয়েন্টি সিজনের। তিনি সবচেয়ে অভিজ্ঞ ও সিনিয়র অধিনায়ক হয়ে উঠেছেন ভারতীয় টি-টোয়েন্টি লীগের ভিত্তিতে। তাঁর ছেড়ে যাওয়া আসনে পরবর্তী সময়ে বসতে পারেন কারা? ভেসে আসছে বেশ কিছু নাম।

 

রবীন্দ্র জাদেজা

Ravindra jadeja

মহেন্দ্র সিংহ ধোনির পরিবর্ত হিসাবে এই মুহূর্তে সবথেকে যোগ্য হিসেবে নাম উঠে আসছে রবীন্দ্র জাদেজার। এই তারকা অলরাউন্ডার ২০১১ সাল থেকে গত ১৩ বছর ধরে ভারতীয় টি-টোয়েন্টি লিগে চেন্নাইয়ের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে চেন্নাইয়ের টুর্নামেন্ট যেই দলের সদস্য ছিলেন। দলের হয়ে গুরুত্বপূর্ণ ব্যাটিং দায়িত্ব সামলেছেন এই তারকা। পরবর্তীতে ধোনির সতীর্থ ও ভারতীয় দলের প্রাক্তন তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নার অবসর পরবর্তী সময়ে চেন্নাই এর সহধিনায়কত্বের দায়িত্বও তিনি সামলেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে দলে সাময়িকভাবে দলে অধিনায়কের দায়িত্বও পালন করেছেন জাড্ডু। স্বাভাবিকভাবেই ধোনির অবসরের পরে চেন্নাই ম্যানেজমেন্টের প্রথম পছন্দের তালিকায় থাকতে পারেন তিনি।

 

অজিঙ্কা রাহানে

Ajinkya Rahane

অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান সাম্প্রতিক অতীতে টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করেছেন দলের হয়ে। ভারতীয় টি-টোয়েন্টি লিগ ২০২৩ মেগা নিলামে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই ৫০ লক্ষ টাকায় এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিজেদের ঘরে তোলে। পরবর্তীতে ১৬তম সিজন জুড়েই ভালো পারফর্ম করে প্রথম এগারোয় নিজের জায়গা পাকা করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। টেস্টে বরাবরই ভালো পারফর্ম করেছেন তিনি। বহু কঠিন পরিস্থিতিতে বিদেশের মাটিতে দেশের জার্সিতে হাল ধরেছেন দলের। একসময় দায়িত্ব সামলেছেন সহ অধিনায়কত্বেরও। কিন্তু রাহানের এহেন টি-টোয়েন্টি অবতার বরাবরই অচেনা ছিল সবার কাছে। গত বছর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে দলকে ফাইনাল জিতিয়েছেন আহমেদনগরের এই ক্রিকেটার। স্বাভাবিকভাবেই অভিজ্ঞতায় ভরসা করে চেন্নাই ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় প্রথম দিকেই নাম থাকবে রাহানের।

 

ঋতুরাজ গায়কোয়াড়

Ruturaj

বয়সে তরুণ হলেও চেন্নাইয়ের হয়ে এই তারকা ক্রিকেটার যথেষ্ট বুদ্ধিদীপ্ত ক্রিকেটের পরিচয় দিয়েছেন গত বছর। এর পাশাপাশি টিম ইন্ডিয়ার জার্সিতেও অসাধারণ পারফর্ম করে চমকে দিয়েছেন সকলকে। তার দুর্দান্ত ব্যাটিং ক্ষমতা ছাড়াও এশিয়ান গেমসের সময় দুরন্ত অধিনায়কত্বের দক্ষতাও নজর কেড়েছে সকলের। তাঁর নেতৃত্বেই ভারত এশিয়ান গেমস ২০২৩শে ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছে। স্বাভাবিকভাবেই ভবিষ্যতের কথা ভেবে তরুণ তারকার কথা ভাবতেই পারে চেন্নাই টিম ম্যানেজমেন্ট।

 

Sports News